TRENDING:

Vistadome Coach: ভিস্তাডোম কোচের সংযোজন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে

Last Updated:

যাত্রী বাড়ার আশায় উত্তর-পূর্ব সীমান্ত রেল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার ভিস্তাডোম কোচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ১২০৪২/১২০৪১ নং (নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি) শতাব্দী এক্সপ্রেস ট্রেন ও ১৩০৫৪/১৩০৫৩নং (রাধিকাপুর-হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস ট্রেনের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভিস্তাডোম কোচ সংযোজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিস্তাডোম কোচের সংযোজন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে
ভিস্তাডোম কোচের সংযোজন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে
advertisement

১২০৪২/১২০৪১ নং. (নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি) শতাব্দী এক্সপ্রেস ট্রেনে ০৩ জুলাই থেকে ৩১ অগাস্ট, ২০২৩ পর্যন্ত বিদ্যমান কোচ-সহ সাময়িক ভিত্তিতে ভিস্তাডোম কোচ সংযুক্ত করা হবে। ১৩০৫৪/১৩০৫৩ নং. (রাধিকাপুর-হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে বিদ্যমান কোচ-সহ ৩ জুলাই, ২০২৩ থেকে এবং রাধিকাপুর থেকে ৪ জুলাই, ২০২৩ থেকে স্থায়ীভাবে ভিস্তাডোম কোচ সংযুক্ত করা হবে। সেই অনুযায়ী, ১২০৪২/১২০৪১ নং. (নিউ জলপাইগুড়ি-হাওড়া-নিউ জলপাইগুড়ি) শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি বর্তমানের ১৪টি কোচের পরিবর্তে ১৫টি কোচের সঙ্গে সপ্তাহে ছয়দিন চলাচল করবে।

advertisement

আরও পড়ুন– ব্যাঙের ছবিতে লুকিয়ে ঘোড়া; কেবল ১ শতাংশ মানুষই সমাধান করতে পেরেছেন এই ধাঁধা! এক বার নিয়ে দেখবেন না কি চ্যালেঞ্জটা?

ট্রেনটিতে ২টি এগজিকিউটিভ ক্লাস এসি চেয়ার কার, ১০টি এসি চেয়ার কার ও ১টি ভিস্তাডোম কোচ থাকবে। ১৩০৫৪/১৩০৫৩ নং. (রাধিকাপুর-হাওড়া-রাধিকাপুর) কুলিক এক্সপ্রেস ট্রেনটি ১৪টি কোচের পরিবর্তে ১৫টি কোচের সঙ্গে চলাচল করবে। ট্রেনটিতে ১টি এসি চেয়ার কার, ৯টি জেনারেল চেয়ার কার, ২টি জেনারেল সেকেন্ড ক্লাস ও ১টি ভিস্তাডোম কোচ থাকবে।

advertisement

আরও পড়ুন– অবসর গ্রহণের পরেই স্নাতকোত্তর স্তরের পড়াশোনা, এভাবেই তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছেন ৮১ বছরের বৃদ্ধ!

এই অত্যাধুনিক ভিস্তাডোম কোচ চালু হওয়ার ফলে যে সমস্ত যাত্রী নিউ জলপাইগুড়ি-হাওড়া ও রাধিকাপুর-হাওড়া রুটে ভ্রমণ করবেন তাঁরা এই ভিস্তাডোম কোচের উইন্ডো ও ট্র্যান্সপারেন্ট রুফের মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা লাভ করবেন। রেলের  পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি ভিস্তাডোম কোচে ৪৪ জন যাত্রী আসন ক্ষমতা রয়েছে, যাত্রীদের উন্নতমানের ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা হয় এবং বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বৃহৎ আকারের কাচের জানালা, কাচের ছাদ, রোটেটিং সিট ও একটি অবজার্ভেশন লাউঞ্জ। সুতরাং যাত্রীরা একটি শ্বাসরুদ্ধকর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রচুর পর্যটক এই সময় যাতায়াত করেন। আর ভিস্তাডোম কোচে যাত্রা করলে বর্ষার সময়ে প্রাকৃতিক সৌন্দর্য্য তারা উপভোগ করবেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vistadome Coach: ভিস্তাডোম কোচের সংযোজন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল