শনিবার হঠাৎই এই ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ইডি সূত্রে খবর, ছবিটি উত্তর চব্বিশ পরগণার অভিজাত একটি গয়নার বিপণীর৷ তবে ছবিটি কবেকার তা স্পষ্ট নয়৷ ছবির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
আরও পড়ুন: 'বুঝেছিলাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু', মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক
advertisement
পার্থর সঙ্গে গয়নার বিপণীতে এক মহিলার ছবি দেখে অনেকেরই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবির কথা মনে পড়ছে৷ শহরের একটি নামী গয়নার শোরুমে শোভন এবং বৈশাখীর কেনাকাটার ছবি সামনে এসেছিল৷ তাঁদেরকেই মনে করিয়ে দিল পার্থ চট্টোপাধ্যায়ের এই ছবি৷
ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদের সঙ্গে প্রচুর গয়নাও উদ্ধার করেছে ইডি৷ স্বভাবতই এই ছবি সামনে আসার পর পার্থ সঙ্গে থাকা মহিলাকে অর্পিতা বলেই ধরে নিচ্ছেন নেট ব্যবহারকারীদের একাংশ৷