TRENDING:

‘‘ বিজয় হাজারের ফাইনালে পরিকল্পনার অভাব ছিল ’’.. বাহুতুলে ও ওঝার সমালোচনায় লক্ষ্মী

Last Updated:

আরও একটা মরশুম ট্রফিহীন বাংলা। ব্যর্থতার কারণ খুঁজলেন প্রাক্তন অধিনায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আরও একটা মরশুম ট্রফিহীন বাংলা। ব্যর্থতার কারণ খুঁজলেন প্রাক্তন অধিনায়ক। কোচ বাহুতুলে ও ওঝার সমালোচনায় লক্ষ্মীরতন শুক্লা। ফাইনালে পরিকল্পনার অভাব ছিল বলেই হার, মনে করেন তিনি। মনোজের অধিনায়কত্ব নিয়ে আশাবাদী লক্ষ্মী।
advertisement

মরশুম জুড়ে ধারাবাহিকতার অভাব ছিল না। জুনিয়র-সিনিয়র কম্বিনেশনে দলও তৈরি ছিল। মাঠে নেমে কাজ করেছিলেনও সৌরভও। তবে সাফল্যের খাতায় সেই শূন্যতা। কারণ, রঞ্জিতে গুরুত্বপূর্ণ সময় পয়েন্ট নষ্ট। সহজ ম্যাচে হার। আবার দুরন্ত খেলে বিজয় হাজারের ফাইনালে উঠেও চাপের মুখে স্নায়ুরচাপ ধরে রাখতে না পেরে হার। বিগত বছরগুলোর মতো এবারও ট্রফিহীন বাংলা। কিন্তু এই ব্যর্থতার পিছনে কারণ কি? প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লার মতে, বাহুতুলের পরিকল্পনার অভাব আর ওঝার মতো স্পিনারকে সারা মরশুম দলের সঙ্গে বয়ে আখেরে ক্ষতিই হয়েছে দলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কোচ-ওঝার সমালোচনা করলেও, মনোজের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা লক্ষ্মীর গলায়। আগামী মরশুমের জন্য দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভূমিপুত্র স্পিনার ও কোচের পক্ষে সওয়াল করলেন বিজয় হাজারে জয়ী বঙ্গ অধিনায়ক।

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘‘ বিজয় হাজারের ফাইনালে পরিকল্পনার অভাব ছিল ’’.. বাহুতুলে ও ওঝার সমালোচনায় লক্ষ্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল