সূত্রের খবর, বুধবার হঠাৎ করে এসএফআই-এর কিছু কর্মী সমর্থক বিদ্যাসাগর কলেজ অভিযান করে৷ কলেজের গেটে উঠে তাণ্ডব করে। গেটের সামনে থাকা ‘অ্যান্টি র্যাগিং’ পোস্টার ছিঁড়ে দেয়। আরও একটি ছাত্র সংগঠনের আগে থেকে লাগান পতাকা ছিঁড়ে ফেলে। কলেজের মধ্যে আগে থেকেই একটি ছাত্র সংগঠনের দলীয় পতাকা লাগান ছিল। প্রসঙ্গত কলেজের মধ্যে র্যাগিং কালচারের বিনাশ চেয়ে কলেজে কলেজে এসএফআই – এর বিক্ষোভ চলছে।
advertisement
আরও পড়ুন: ‘আমাকে অযোগ্য প্রমাণ করে দেবে!’ সুর নরমেও বড় বার্তা কল্যাণের! ‘ভাল’র কথা বলে কীসের ইঙ্গিত দিলেন? তুমুল জল্পনা তৃণমূলে
কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ১৪ তারিখ থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে। শেষ মিনিটের পঠনপাঠনের মাঝে এমন ঘটনা কলেজের সুষ্ঠ পরিবেশে ব্যাঘাত ঘটিয়েছে বলে অভিযোগ অধ্যক্ষের। তিনি জানান, ‘এমন সময়ের এই ধরনের ঘটনা কাম্য নয়, আজ যারা এটা করেছে তারা কেউ কলেজের নয়, সবাই বহিরাগত। এটা অভিপ্রেত নয়’।