হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে। চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধিদল আপাতত হাসপাতালে তাঁর দেখাশোনা করছে। করোনা পরীক্ষা হয়েছে ইতিমধ্যে। যদিও তাঁর ফল এখনো পাওয়া যায়নি।
গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব গুহ। এক মাসের বেশি তাঁকে লড়াই করতে হয়েছিল হাসপাতালের বেডে। আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়ে এবং ড্রাইভার। বালিগঞ্জ ফাঁড়ির কাছে সানি টাওয়ারের ফ্ল্যাটে ফিরে তিনি নিজেই জানিয়েছিলেন, এখনই আমি ফুরব না।
advertisement
৮৫ বছর বয়সি অতিজনপ্রিয় লেখক বুদ্ধদেব গুহর দেশজুড়ে যে অগণিত পাঠককুল রয়েছেন, তাঁরা সকলেই কামনা করছেন, এবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ঋজুদা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2021 3:44 AM IST