বেসরকারি পরিবহণ সংগঠন সূত্রে জানানো হয়েছে, ৮-১০ হাজার টাকা খরচ করে ওই যন্ত্র বসানোয় আপত্তি রয়েছে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সংগঠনের। যদিও যাত্রী সুরক্ষার কথা ভেবে আগামী ৩১ মার্চের মধ্যে বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস ও প্যানিক বাটন বসাতে হবে।
ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকবে বাসের চালকের কেবিনে। বাসের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি ২ মিটার অন্তর থাকবে প্যানিক বাটন। ট্যাক্সি ও অ্যাপ ক্যাবেও সেই ব্যবস্থা করা থাকছে।
advertisement
আরও পড়ুন- Horoscope 2023: কেমন কাটতে চলেছে নতুন বছর? কোন রাশির জন্য কেমন যাবে ২০২৩, জেনে নিন
এই পরিষেবার জন্য রাজ্য পরিবহণ দফতরে থাকতে চলেছে একটা কন্ট্রোল রুম।সমস্ত বাণিজ্যিক গাড়ি সেই কন্ট্রোল রুমে ট্র্যাকিং হবে।এ ছাড়া পুলিশ ও রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকরা লোকেশন, গতি ট্র্যাকিং করা যাবে। এ ছাড়া প্যানিক বাটন কেউ পুশ করলে ১টা ৩০ মিনিটের মধ্যে স্থানীয় থানা গাড়ির অবস্থান জেনে যাবে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘‘শিশু ও নারী সুরক্ষার ব্যাপারে এটা অন্যতম বড় পদক্ষেপ। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এটা দেশের মধ্যে অন্যতম অগ্রণী ভূমিকা নেবে ৷ ’’
পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, মধ্য কলকাতার পোদ্দার কোর্টে এই কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এখানে বিশাল বড় স্ক্রিন থাকছে। সেখানেই গোটা রাজ্যের গাড়ির অবস্থান জানা যাবে ৷ তবে গাড়ির ডিভাইস কোথায় মিলবে ? বাস সংগঠনের দুই প্রতিনিধি রাহুল চট্টোপাধ্যায় ও টিটো সাহা জানিয়েছেন, রাজ্য বলছে দ্রুত ডিভাইস গাড়িতে বসাতে হবে৷ কিন্তু এই ডিভাইস কোথায় পাওয়া যাবে? কে বা কারা এই ডিভাইস সরবরাহ করবে? আমাদের এখনও জানানো হয়নি ৷ যদিও স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য পরিবহণ দফতর সঠিক সময়ে সব জানিয়ে দেবে ৷ রাজ্য পরিবহণ দফতর সংস্থা বাছাই করে দেবে।