কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, জিরুত আইল্যান্ড, সেন্ট জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোডে দুপুর ১.০০ থেকে ৩.০০ পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল সীমাবদ্ধ থাকবে।
আরও পড়ুন: নৃশংস, বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দেওর! ঝামেলার কারণ জানলে অবাক হবেন
advertisement
এজেসি বোস রোডের যে রাস্তা বিদ্যাসাগর সেতুর দিকে এসেছে সেই রাস্তাতে পশ্চিমদিক গামী সমস্ত যানবাহনের চলাচলে থাকবে নিয়ন্ত্রণ। দ্বিতীয় হুগলি সেতু গামী যানবাহন গুলির অভিমুখ হেস্টিং ক্রসিংয়ের দিক থেকে অন্য দিকে চালনা করা হবে।
বিদ্যাসাগর সেতুর জন্য খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে আসা সমস্ত ধরণের যানবাহনকে পূর্বমুখী করা হবে, হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ থেকে বাঁদিকে মোড় ঘুরিয়ে দেওয়া হবে।
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে সমস্যায় পড়বেন বহু যাত্রী। তবে ব্রিজের সারাইয়ের কাজের জন্য গাড়িগুলিকে অন্য অভিমুখে চালনা করা হবে।