প্রসঙ্গত, প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে পুরীতে যে বিপুল সংখ্যক পর্যটক পুরী, ভুবনেশ্বর সহ ওড়িশার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান, তার কথা মাথায় রেখেই বন্দে ভারতের একটি ট্রেন এই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই বন্দে ভারতের এই নতুন ট্রেনটির ঘোষণা করা হতে পারে।
আরও পড়ুন: 'ওঁর এসব করা শোভা পায় না', দিলীপের বেনজির আক্রমণ! কাকে নিশানা, শুনলে তাজ্জব হবেন
advertisement
খুব অল্প সময়ে যাতে গন্তব্যে পৌঁছনো যায়, তার জন্য় এই ট্রেনে খুব সীমিত কয়েকটি স্টপেজ থাকবে বলে জানা গিয়েছে। হাওড়া থেকে পুরী অবধি চলবে এই দ্রুতগতির ট্রেন। মাত্র ৫ থেকে ৬ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ফিরবে শীতের আমেজ? হাওয়া অফিসের রিপোর্টে বড় বদলের পূর্বাভাস
সম্প্রতিই নববর্ষের দিন হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং মকর সংক্রান্তির দিন সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জল্পনা ছিল, এরপরে বন্দে ভারতের নবম ট্রেনটি দিল্লি থেকে জয়পুর রুটে চালু করা হবে। তবে ওই রুটে ট্রেন চালুর জন্য় জয়পুর সেক্টরে হাই-রাইজ ওভারহেড ইক্যুপমেন্টের কাজ করতে হবে। এই কাজ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।