বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি চেয়ার কার কোচ রয়েছে। যেখানে আবার দুই ধরনের বসার আসন আছে। একটি হল সিসি এবং আরেকটি এক্সিকিউটিভ ক্লাস। এদিন রেলের তরফে বন্দে ভারত এক্সপ্রেসের দাম প্রকাশ করা হয়েছে। হাওড়া থেকে এনজেপি সিসি ভাড়া ১,৫৪৩ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ২৮০৩ টাকা। হাওড়া থেকে বোলপুর সিসি ভাড়া ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ১১৫০ টাকা।
advertisement
হাওড়া থেকে মালদা সিসি ভাড়া ৯২৯ টাকা, এক্সিকিউটিভ ভাড়া ১৭৫৩
টাকা। পূর্ব রেল সূত্রের খবর, এই ট্রেনে আছে ১১২৮ আসন। ট্রেন ১৬০ কিমি গতিতে ছুটতে সক্ষম। যদিও অপারেশনাল বিভাগ জানিয়েছে তারা ১৩০ কিমি বেগে চালাতে পারবে।
এক্সিকিউটিভ ক্লাসে ঘূর্ণায়মান চেয়ার রয়েছে যা ১৮০ ডিগ্রি ঘুরতে পারে। আপনি ইচ্ছা মতো চেয়ার ঘুরিয়ে নিতে পারেন। আপনি যদি হাওড়া থেকে শিলিগুড়ি ভ্রমণ করেন, তবে আপনাকে ট্রেনে প্রাতরাশ এবং দুপুরের খাবার পরিবেশন করা হবে। আপনি যদি শিলিগুড়ি থেকে হাওড়া আসেন, তবে ট্রেনে আপনাকে চা-জলখাবার এবং রাতের খাবার পরিবেশন করা হবে।
আরও পড়ুন, আবহাওয়ায় বিরাট পরিবর্তন, কবে থেকে পারদ পতন? যা পূর্বাভাস দিল হাওয়া অফিস
আরও পড়ুন, বয়ানে অসঙ্গতি, ঝাড়খণ্ডের ইউটিউবার খুনে স্বামীকে গ্রেফতার করল পুলিশ
জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে লাগে প্রায় ৯ ঘণ্টা। যাত্রাপথে কোনও সমস্যা থাকলে কিংবা কুয়াশার জন্য মাঝেমধ্যে আরও বেশি সময় লাগে। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে শিলিগুড়ি পৌঁছতে সময় লাগবে আরও কম। দাবি করা হচ্ছে, সাড়ে সাত ঘণ্টায় ট্রেন হাওড়া থেকে এনজেপি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।