কাউন্সেলিংয়ের জন্যই স্কুল সার্ভিস কমিশনে এলেন না ৪০ জন-এরও বেশি সফল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার প্রথম দিনে ১৪৪ জন সফল চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডেকেছিল এসএসসি। দীর্ঘ ৯ বছর পরে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হল।
আরও পড়ুন: কালো মেঘে ঢাকল আকাশ, ৬ জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার বড় খবর
তার জেরেই কি শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া থেকে পিছিয়ে গেলেন সফল চাকরিপ্রার্থীরা? উঠছে প্রশ্ন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার থেকে কাউন্সেলিং শুরু করল রাজ্য। খবর সামনে আসতেই আশায় বুক বেঁধেছেন চাকরিপ্রার্থীরা।
advertisement
আরও পড়ুন: পেটে মাছের আঁশ চলে গেলে কী হয় জানেন? উত্তর শুনলে একেবারে চমকে যাবেন!
গত শুক্রবার উচ্চ আদালত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের হবে ৩ ও ৪ অক্টোবর। এদিন সকাল থেকেই শুরু হয়েছে কাউন্সেলিং। অন্যদিকে, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো মিটলে ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবরও ফের নিয়োগের কাউন্সেলিং করা হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়