পরে আরও প্রচুর পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়৷ বিক্ষোভকারীদের টেনে বাসে তুলে নেয় পুলিশ৷ ধস্তাধস্তিতে অনেক বিক্ষোভকারী জখমও হয়ে যান বলে অভিযোগ৷ পরে তাঁদের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়৷ মোট ৩টি বাসে করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ৷ বাসে ওঠার সময়েও একপ্রকার ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে৷
আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক
advertisement
জানা গিয়েছে, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে এদিন উত্তাল হয়ে কালীঘাট মেট্রো স্টেশন চত্বর৷ এদিন মেট্রো স্টেশনের ২ নম্বর গেট থেকে প্রচুর বিক্ষোভকারী রাস্তায় বেরিয়ে আসতে থাকেন৷ তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়৷ বিক্ষোভকারীদের একপ্রকার জোর করে টেনে বাসে তুলে দেয় পুলিশ৷
আরও পড়ুন, যুদ্ধে মন নেই! চিড়িয়াখানা থেকে গাধা চুরি রুশ সেনাদের, দেখুন ভিডিও
কয়েকদিন আগেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল এক্সাইড মোড় চত্বর৷ সেই সময়ে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে কামড়ানোর অভিযোগ ওঠে৷ যা ঘিরে উত্তাল হয় রাজনৈতিক মহল৷ যদিও বিতর্কে পড়ে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত৷