হাসপাতাল সূত্রে খবর, রাতেই ঋষভের অস্ত্রোপচার হয়েছে ৷ কৃত্রিম ফুসফুসের সাহায্যে শ্বাস নিচ্ছে ঋষভ ৷ তার পাঁজরের হাড় ভেঙেছে। ফুসফুসে ঢুকেছে জল-কাদা। আরেক আহত ছাত্র দিব্যাংশু ভকতের মাথায় জমাট বেঁধেছে রক্ত। দু'জনই এসএসকেএমে ভর্তি। দুই ছাত্রকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঋষভের রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে। সেক্ষেত্রে এখনই অস্ত্রোপচার সম্ভব নয়। ফোন করে দুই ছাত্রের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে ঋষভকে ৷ দিব্যাংশু ভকত এখনও ভেন্টিলেশনে ৷ রাতেই দুই পড়ুয়াকে দেখতে এসএসকেএম-এ যান মেয়র ফিরহাদ হাকিম ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2020 8:34 AM IST