চাঞ্চল্যকর এই ঘটনার পাঁচ দিনের মাথায় হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ৷ এই খুনের পিছনে সমকামী সম্পর্ক আর সেই সম্পর্ককে ঘিরে ব্ল্যাকমেল করাই প্রধান কারণ বলে দাবি পুলিশের৷
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগণার ঘোলার বাসিন্দা৷ ২৫ বছর বয়সি ওই ব্যক্তিকে খুনের অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জের দুই বাসিন্দা সৌম্যজিৎ পাল এবং সৌমিক পাল নামে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা জেরায় দাবি করেছে, মৃত ব্যক্তির সঙ্গে তাঁদের সমকামী সম্পর্ক ছিল৷ কিন্তু সেই শারীরিক সম্পর্কের ছবি, ভিডিওকে অস্ত্র করে সৌম্যজিৎ এবং সৌমিককে ব্ল্যাকমেল করতে শুরু করে৷ টাকার জন্যও চাপ দিতে থাকে ওই ব্যক্তি৷ এর পরই অভিযুক্ত দু জন পরিকল্পনা করে ঘোলার বাসিন্দা ওই ব্যক্তিকে দমদমের একটি জায়গায় ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে৷
যদিও ধৃতরা পুলিশের কাছে দাবি করেছে, খুন করলেও মৃতদেহে কোনও আগুন তাঁরা লাগাননি৷ মৃতদেহে কে বা কারা আগুন লাগাল, তা জানতে খোঁজ শুরু করেছে পুলিশ৷