জায়েব এবং প্রমিত আরও জানিয়েছে, নির্যাতিতা ছাত্রীর সঙ্গে ফের ঘনিষ্ঠ হওয়ার পরিকল্পনা ছিল মনোজিতের৷ ছাত্রীকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করে ফের ঘনিষ্ঠ হওয়ার জন্যই নির্যাতনের মুহূর্তের ভিডিও তুলে রাখার নির্দেশ দিয়েছিল মনোজিৎ৷
আরও পড়ুন: ‘জানলা দিয়েও চলছিল নির্যাতনের রেকর্ডিং…’, একা মনোজিৎ নয়, জোড়া মোবাইলে কলেজ কাণ্ডের ভিডিও?
তদন্তকারীরা মনে করছেন, ঘটনার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। কারণ ঘটনাপ্রবাহ দেখে এখনও পর্যন্ত পুলিশের মনে হচ্ছে পরিকল্পিত ভাবেই এই নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে৷
advertisement
তদন্তে পুলিশ জানতে পেরেছে, একা মনোজিতের মোবাইল নয়, দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর নির্যাতনের ঘটনা দুটি মোবাইলে রেকর্ড করা হয়েছিল৷ তিন অভিযুক্তদের মধ্যে আরও একজনের মোবাইলেও নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়৷ সিকিউরিটি রুমের জানলা থেকেই এই রেকর্ডিং করা হয়েছিল বলে খবর৷