TRENDING:

অশৌচ সত্ত্বেও ক্রিকেট ! বাবার স্বপ্ন পূরণে শ্রাদ্ধের আগেই ব্যাট হাতে তূর্য

Last Updated:

বাবার উপস্থিতি ছাড়া আজ, বুধবার প্রথমবার বিজয় স্পোর্টসের বিরুদ্ধে নামলেন তূর্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বাবার স্বপ্ন ছিল ছেলে বড় ক্রিকেটার হবে। সোদপুর থেকে ময়দান। দীর্ঘ ১০ বছর ছেলেকে সঙ্গে করে মাঠে আসতেন তুলসী সাহা। কিন্তু অঘটনটা ঘটে যায় এক সপ্তাহ আগে। ছেলেকে ৮০ রানে আউট হতে দেখে টাউন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তুলসীবাবু। বাবার স্বপ্ন পূরণ করতে তাই কাছা ছেড়ে মাঠে নেমে পড়লেন তূর্য সাহা।
advertisement

ক্রিকেটার তূর্য সাহার বাবা তুলসী সাহা

বাবার উপস্থিতি ছাড়া আজ, বুধবার প্রথমবার বিজয় স্পোর্টসের বিরুদ্ধে নামলেন তূর্য। গুরুত্বপূর্ণ ৩৭ রানের ইনিংসও এল তূর্যর ব্যাট থেকে। জানুয়ারির ২ ও ৩ তারিখ বাবার শ্রাদ্ধের কাজ। তাই ইচ্ছে থাকলেও লিগের পরবর্তী ম্যাচে নামা হবে না তূর্যর। তবে বাবার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফের ২২ গজ দাপাতে চান সুবার্বণের এই ক্রিকেটার। ছেলের সেঞ্চুরি দেখতে পারেননি বাবা ৷ সেদিন তূর্যর ইনিংস ৮০-তেই থেমে যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তুলসীবাবুর ৷  কিন্তু বাবার স্বপ্নপূরণে এখন আরও জোরকদমে নেমে পড়লেন তূর্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রিপোর্টার:  ঈরণ রায় বর্মন

বাংলা খবর/ খবর/কলকাতা/
অশৌচ সত্ত্বেও ক্রিকেট ! বাবার স্বপ্ন পূরণে শ্রাদ্ধের আগেই ব্যাট হাতে তূর্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল