অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৬ জনের বিরুদ্ধে পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল আজ। আজ সেই মামলা আদালতে উঠলে পুলিশকে ফাইনাল রিপোর্ট দিতে নিষেধ করে আদালত। পাশাপাশি ওই দিনের গোটা ঘটনার ভিডিও ফুটেজ আদালতে জমা দিতে পুলিশকে নির্দেশ দেন বিচারক। আগামী দুই সপ্তাহের মধ্যে ডকুমেন্টগুলো জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত খোয়াই থানাকে।
advertisement
সপ্তাহ দুয়েক আগে আমবাসা যাওয়ার পথে আক্রান্ত হন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সুদীপ রাহা, জয়া দত্তরা। পর দিন ত্রিপুরা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা।
ত্রিপুরায় নেমেই সোজা থানায় চলে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘক্ষণ থানায় ধর্না দেন অভিষেক, ব্রাত্য, দোলারা। ঘটনাক্রমে সেদিনই আদালতে তোলা হলে জামিন হয় দেবাংশুদের। আদালত জামিন দিলে অভিষেক নিজেই তাদের নিয়ে কলকাতায় ফেরেন। তার ঠিক দুদিন পরেই নতুন করে আবার আদাজল খেয়ে নামে ত্রিপুরা পুলিশ। কাজে বাধা দেওয়া, দুর্ব্যবহার-সহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রুজু করা হয়। সেই মামলারই শুনানি ছিল আজ। অনিল কুরেশির বেঞ্চের রায়ে হাসি চওড়াই হল অভিষেকদের।
input-Abir Ghosal