বাংলা বাঙালি ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কংগ্রেস সাংসদদের। SIR নিয়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। সেই বিক্ষোভে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার বিশেষ ব্যাজ নিয়ে সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদরা।
ইউটিউব থেকে ‘ট্রিক’ শিখে ৩ একর জমিতে করে ফেললেন ‘এই’ চাষ! ঘরে আনছেন লাখ লাখ টাকা! কী ভাবে জানুন
advertisement
অন্যদিকে, প্রবল চাপে পশ্চিমবঙ্গ বিজেপি। বাংলা ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, যিনি আবার রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকও। তাঁর মন্তব্য— “বাংলা নামে কোনও ভাষা নেই”—বঙ্গে রীতিমতো আগুন ধরিয়েছে। বিজেপির অন্দরেই গুঞ্জন, এর ফলে দল ‘বাংলা-বিরোধী’ তকমায় আরও জর্জরিত।
উপরন্তু, বিজেপির বিরুদ্ধে ‘বাঙালি-বিরোধী’ চিত্র তুলে ধরতে উঠে পড়ে লেগেছে তৃণমূল ও সিপিএম। বাঙালিদের অপমান করে ভিন রাজ্যের বিজেপি নেতারাই বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন বলে মনে করছে রাজ্য বিজেপির একাংশ।
এই পরিস্থিতি সামাল দিতে তিন দফা কর্মসূচি দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব:
- আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ‘তিরঙ্গা যাত্রা’ জেলা স্তরে।
- ১৪ অগাস্ট: ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালন।
- রাজ্যজুড়ে যুবদের টানতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন।
দলের বহু নেতা চাইছেন, রাজ্য নেতৃত্ব যেন কেন্দ্রীয় নেতাদের কাছে বাংলা ভাষা ও বাঙালি গর্বের বিষয়ে স্পষ্ট বার্তা দেয়। কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে, ততই ‘বাংলা’ অস্ত্র হয়ে উঠছে বিজেপির বিরুদ্ধে এক ভয়ঙ্কর রাজনৈতিক কামান।