দলে থেকে যারা বিজেপিকে সাহায্য করেছেন তাদের কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানানো হয়েছে। এখানেই জল্পনা, শিশির অধিকারীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে দল। প্রসঙ্গত, ভোটের আগের দিন একটি অডিও রেকর্ড বা ফোনালাপ ভাইরাল হয় ৷ সেখানে শিশির অধিকারী কথা বলেছিলেন বলে সূত্রের খবর ৷
advertisement
‘আমি শিশির অধিকারী বলছি বাবা।’’ তরুণ কণ্ঠের ব্যক্তি উত্তর দেন, ‘‘হ্যাঁ, স্যার, বলুন স্যার।’’ এর পর সেই বয়স্ক কণ্ঠের ব্যক্তি অন্য জনের পরিচয় জানতে চান। তখন তরুণ কণ্ঠের ব্যক্তি বলেন, ‘‘আমি ১৩ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ।’’ এর পর নিজেকে শিশির অধিকারী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, ‘‘আমার ছেলে বলেছিল, আপনাকে ফোন করে এক বার বলতে। একটু দেখে দেবেন বাবা।’’ তখন নিত্যানন্দ পরিচয়ের ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, ‘‘কাকে দেখব স্যার?’’ উত্তরে বয়স্ক কণ্ঠ বলেন, ‘‘শুভেন্দুর প্রার্থী।’’
নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি জিজ্ঞাসা করেন, ‘‘শুভেন্দুর প্রার্থী মানে কে স্যার বলুন?’’ তখন নিজেকে শিশির হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তি উত্তর দেন, ‘‘সে আপনাকে দেখে নিতে হবে। আমি বলতে পারব না।’’ নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি প্রশ্ন করেন, ‘‘শুভেন্দু তো বিজেপি করেন। আপনিও তা হলে বিজেপি-কে দিতে বলছেন?’’ তখন শিশির পরিচয় দেওয়া ব্যক্তি জবাব দেন, ‘‘আমি বলব, ভদ্রলোককে দেবেন। চোর-ডাকাতকে দেবেন না। তৃণমূল পার্টিতে যাঁরা আছেন সেটা আপনি আমার থেকে বেশি জানেন। আপনি বুদ্ধিমান লোক। চোর-ডাকাত চেনেন না? আমি খুব বিনীত ভাবে বলছি।’’
নিত্যানন্দ পরিচয় দেওয়া ব্যক্তি পাল্টা খোঁচা দেন, ‘‘আপনি যদি সাংসদ পদ ছেড়ে নেমে পড়তেন, তা হলে স্যার, সব জিতে যেত। আর তৃণমূল মাঠে থাকত না। জয় বাংলা, জয় বাংলা। বুড়ো বয়সে ভীমরতি।’’যদিও এই ভাইরাল রেকর্ডের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা। এই অডিও রেকর্ড নিয়েও কড়া অবস্থান জানিয়েছিল তৃণমূল। ভোট মেটার পরে দলীয় স্তরে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না সেটাই এখন দেখার।
Story-Abir Ghoshal