TRENDING:

ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে জ্যাম জটে রুদ্ধ কলকাতা

Last Updated:

বিভিন্ন জায়গায় গাছ পড়ে ব্যাহত হল যান-চলাচল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অস্বস্তিকর গরম শেষে কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে মিলল স্বস্তি ৷ কিন্তু সাময়িক শান্তি শেষেই শুরু সমস্যা ৷ ঝড়ে গাছ পড়ার ট্রাডিশন অব্যাহত। শনিবার বিকেলে ঝড়ে বিভিন্ন জায়গায় গাছ পড়ে ব্যাহত হল যান-চলাচল। ৩০ মিনিটের ঝড় বৃষ্টিতে শহরের অন্তত ১৪ জায়গায় গাছ পড়ে বন্ধ রাস্তা ৷লেকটাউনে চলন্ত অটোর ওপর গাছ পড়ে আহত হন দুই যাত্রী।
advertisement

বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় গাড়ির গতিও ছিল কম। যার জেরেও যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, বৃষ্টি থামার পরও দৃশ্যটা পাল্টায়নি ৷ ভেজা রাস্তায় কমে গিয়েছে গাড়ির গতি ৷ ফলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে প্রবল জ্যাম ৷ বিবেকানন্দ রোড, কালিকৃষ্ণ টেগোর রোডে এখনও যানজট ৷ ডি সি দে রোড ও এনএসসি বোস যানজট মুক্ত ৷ সন্ধেয় মহানগরে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ থাকায় উৎসাহী জনতা এখন ইডেনমুখী ৷ কিন্তু যানজটে বিপত্তি ৷

advertisement

এদিন, পোস্তায় রাস্তায় গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ে ময়দান এলাকায়। কালবৈশাখীর দাপটে গাছ ভেঙে পড়ে আলিপুরে সামনে। লেকটাউনে অটোর ওপর গাছ ভেঙে পড়ায় আহত হন দু’জন। তাঁদের একটি নার্সিংহোমে ভরতি করা হয়। এছাড়া, কলকাতার অন্তত চোদ্দটি জায়গায় গাছ ভেঙে পড়ে যানজট তৈরি হয়। ভেঙে পড়া গাছ রাস্তা থেকে সরাতে নামে পুরসভা।

advertisement

অন্যদিকে, ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত বিমান পরিষেবা। ১১টি বিমান ওঠানামায় সমস্যা দেখা দিয়েছে। ঝড়ের সময় বিমানবন্দরে নামতে দুটি বিমান। তাদের সাময়িকভাবে অন্য বিমানবন্দরের দিকে পাঠানো হয়। তবে ঝড় থামলে দুটি বিমানই দমদম বিমান বন্দরে নামে। একইভাবে উঠতে পারেনি বেশ কয়েকটি বিমান।জল জমে যায় বিমানবন্দরের রানওয়েতেও। যদিও, বৃষ্টি মাথায় নিয়েই আইপিএল দেখার ভিড় জমে ইডেনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর! মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি, কোথায় মিলছে জানেন?
আরও দেখুন

জানা গিয়েছে, ঝড় বৃষ্টিতে আটকে পড়েছেন খোদ কিং খান ৷ প্রবল বৃষ্টি ও জ্যাম জটে কিঞ্চিৎ দেরিতে ইডেন পৌঁছবেন নাইট রাইডার্স মালিক শাহরুখ খান ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে জ্যাম জটে রুদ্ধ কলকাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল