TRENDING:

Transport Fine: গাড়ির মালিকদের জন্য স্বস্তি! যানবাহন থেকে দূষণ ছড়ানোর ঘটনায় জরিমানা ১০ হাজার থেকে এক লপ্তে কমল অনেকটাই! জানুন এবার থেকে কত টাকা দিতে হবে

Last Updated:

Transport Fine: পুজোর ঠিক আগে নির্দেশ দিয়ে পরিবহণ দফতর জানিয়েছিল, পথকর ছাড়াও রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার জন্য ধার্য জরিমানা না মেটালে দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত শংসাপত্র মিলবে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : গাড়ি থেকে দূষণ ছড়ানো সংক্রান্ত অভিযোগে যে জরিমানা প্রথমেই দশ হাজার টাকা ছিল, এ বার থেকে তা প্রথমবার দুই হাজার, দ্বিতীয়বার পাঁচ হাজার, সর্বশেষ সর্বোচ্চ দশ হাজার টাকা ফাইন হবে।জয়েন্ট ফোরাম অব ট্রান্সপোর্ট অপারেটর্স’-এর অন্যতম আহ্বায়ক ও ‘অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’-এর সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখন আর জরিমানা বাকি থাকার হিসাব দেখানো হচ্ছে না।’’ ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’-এর সাধারণ সম্পাদক টিটু সাহার কথায়, ‘‘এর ফলে অনর্থক আর্থিক বোঝা কমবে।’’
সাতটি কাজের দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে ১০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক
সাতটি কাজের দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে ১০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক
advertisement

একই মত স্কুলগাড়ি সংগঠনের সম্পাদক সুদীপ দত্তের। পরিবহণ দফতর সূত্রের খবর, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, মোটর ভেহিকলস্‌ আইনে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ সংক্রান্ত মামলার ক্ষেত্রে কিছু শর্ত যোগ হয়েছে। এর পরেই জরিমানা আদায়ে পরিবহণ দফতর বিষয়টি নিয়ে সতর্ক পদক্ষেপ করতে চাইছে।পুজোর ঠিক আগে নির্দেশ দিয়ে পরিবহণ দফতর জানিয়েছিল, পথকর ছাড়াও রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার জন্য ধার্য জরিমানা না মেটালে দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত শংসাপত্র মিলবে না। কিন্তু ট্র্যাফিক আইন ভাঙার জন্য ধার্য জরিমানা সংক্রান্ত বিষয় নির্দেশিকা থেকে প্রত্যাহারের দাবিতে বিভিন্ন পরিবহণ সংগঠন চিঠি লেখে পরিবহণ সচিবকে।

advertisement

এর পরেই সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন দফতরের আধিকারিকেরা। তার ভিত্তিতে সংশ্লিষ্ট পোর্টালে ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানার অঙ্ক যোগ করার বিষয়টি প্রত্যাহার হল।সম্প্রতি পরিবহণ দফতর, ময়দান তাঁবুতে বিভিন্ন বেসরকারি পরিবহণ সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানে ওই সংগঠনের কর্তারা বলেছিলেন, শহরের বিভিন্ন এলাকায় দূষণ মাপার স্বয়ংক্রিয় মেশিন (আরএসভি) বসানো হয়েছে। সেই মেশিনের আওতাধীন এলাকায় দিয়ে যাতায়াত করা বৈধ পিইউসি করা গাড়ির মালিকদের মোবাইলে জরিমানা সংক্রান্ত মেসেজ আসছে।

advertisement

আরও পড়ুন : বুধবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? কলকাতায় কত দিন পর্যন্ত চলবে বর্ষণ? জানুন মেগা আপডেট

সে সময় জানানো হয়, সাতটি কাজের দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে ১০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় চাপানউতোর। অনেকেই বলেন, এই টাকা অনেকটাই বেশি। এই বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্ভব নয়। সেই কারণে জরিমানার মূল্য কমানোর জন্য আবেদনও করা হয়। মোটর ভিকেল এক্ট ২০১৯ (Motor Vehicles (Amendment) Bill, 2019) ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই আইনানুসারে আপনাকে প্রচুর টাকা জরিমানা দিতে হতে পারে। এই নিয়মানুসারে কোনও নাবালক / নাবালিকা গাড়ি চালালে তার রেজিস্ট্রেশন তো বাতিল করে দেওয়াই হবে, সেইসঙ্গে জরিমানা স্বরূপ ২৫ হাজার টাকা দিতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। যা আগে ১০০ থেকে ৩০০ টাকা ছিল। দুই চাকার গাড়িতে দু-জনের বেশি বসলে ৫০০ টাকা জরিমানা, যা আগে ১০০ টাকা ছিল। দূষণ সার্টিফিকেট না থাকলে আগে ১০০ টাকা জরিমানা দিতে হত, এখন তার জন্য ৫০০ টাকা দিতে হবে।  লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আগে জরিমানা ছিল ৫০০ টাকা, এখন সেটার জন্য ৫০০০ টাকা দিতে হবে।   বিপজ্জনক ভাবে ড্রাইভিং করলে এখন এক হাজারের বদলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।  ড্রাইভিং করার সময় ফোনে কথা বললে ১ হাজারের পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা। রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে গেলে ১১০০-এর পরিবর্তে জরিমানা বৃদ্ধি পেয়ে ৫০০০-এ দাঁড়িয়েছে।  সিগন্যালে লালবাতি  অমান্য করার অপরাধে আপনাকে ১০০ টাকার বদলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। সিটবেল্ট ছাড়া গাড়ি চললে জরিমানা হবে ১০০০ টাকা। এমার্জেন্সি গাড়ি গুলিকে অর্থাৎ অ্যাম্বুল্যান্স বা দমকলের গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য জায়গা না দিলে জরিমানা হবে ১০,০০০ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Transport Fine: গাড়ির মালিকদের জন্য স্বস্তি! যানবাহন থেকে দূষণ ছড়ানোর ঘটনায় জরিমানা ১০ হাজার থেকে এক লপ্তে কমল অনেকটাই! জানুন এবার থেকে কত টাকা দিতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল