রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি আলোচনা করে দেখা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। বুধবার এসএফআই-এর এক প্রতিনিধি দল শিয়ালদহ ডিআরএম অফিসে যান। রেল কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে জানায় অফিসে কোনও লোক নেই। এর পরেই এসএফআইয়ের কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। অবস্থান বিক্ষোভের কারণে এসএফআইয়ের স্মারকলিপি নিতে রেল কর্তৃপক্ষ বাধ্য হয় বলে সংগঠনের নেতৃত্বের দাবি। কিন্তু উচ্চপদস্থ আধিকারিক না থাকার জন্য এসএফআই রিসিভ করা চিঠির কপি অফিসের দেওয়ালে সাটিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: পড়তে বসলেই রাজ্যের ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ জানলে চমকে যাবেন!
এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি দেবাঞ্জন দে বলেন, "উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে রেল চলাচল অস্বাভাবিক থাকায় সমস্যায় পড়েছে বহু ছাত্রছাত্রী। আরও কদিন রেল চলাচলে বিঘ্ন ঘটবে বলে জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। এই অবস্থায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ডিআরএম এর কাছে ডেপুটেশন দিতে আসা হয়। কিন্তু, সরকারি দফতরে কোনও অফিসার নেই। যারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন। এই অব্যবস্থা চলতে পারে না। পরীক্ষার ক্ষতি করে রেল এই ধরনের কাজ কেন করবে? পরীক্ষার আগে বা পরে করতে পারত।"
সংগঠনের রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকার জানিয়েছেন, "উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিন থেকেই রেল চলাচল স্বাভাবিক নয়। ফলে সমস্যায় পড়েছে বহু ছাত্রছাত্রী। আরও বেশ কিছুদিন ধরেই রেল চলাচলে যদি এই রকম সমস্যা থাকে তাহলে ছাত্রছাত্রীদের ভোগান্তি বাড়বে। এই অবস্থায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে ডিআরএম এর কাছে স্মারকলিপি দিতে আসা হয়। কিন্তু, গিয়ে শোনা যায় সেখানে নাকি কোনও অফিসারই নেই যাদের সঙ্গে এই বিষয়ে কথা বলা যায়। তাহলে কোথায় যাব এই কথা বলতে? পরীক্ষার সময় কেনও বেছে নেওয়া হবে এমন কাজ করাতে। পরীক্ষার আগে বা পরে এই কাজ করা উচিত ছিল। সম্পূর্ণ ভাবে এটা রেলের দায়।"