বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও পণ্যবাহী ভারী গাড়ি আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যাতায়াত করবে না। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই সেতু বন্ধ থাকার জন্য ছোট গাড়িগুলিকে হাওড়া ব্রিজ় দিয়ে পাঠানো হবে। পণ্যবাহী গাড়িগুলি চলাচল করবে নিবেদিতা সেতু এবং বিটি রোড দিয়ে।
আরও পড়ুনঃ টেটের ফল প্রকাশ করতে হবে দ্রুত! প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এল বড় আপডেট
advertisement
সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাজ হবে। সে জন্য স্টিলের জিনিপত্র নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে বিদ্যাসাগর সেতুর কেবল, বিয়ারিং ইত্যাদি সারানো এবং তদারকি হবে। তাই সাধারণ মানুষের সুরক্ষা এবং যাতায়াতের সুবিধার স্বার্থে আগেভাগে কলকাতা পুলিশের তরফে এই ঘোষণা করা হল।
৩৩ বছর আগে, ১৯৯২ সালের পুজোর সময়, অর্থাৎ অক্টোবর মাসে চালু হওয়া এই সেতুটি বর্তমানে কলকাতা ও হাওড়ার মধ্যে অন্যতম ব্যস্ত সড়কপথ। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এবং হাজার হাজার গাড়ি চলাচল করে এই সেতু দিয়ে। ফলে যান চলাচল একেবারে বন্ধ রাখা প্রায় অসম্ভব। সে কারণেই প্রশাসন চায়, কাজের মূল চাপ যেন রাতের বেলায় নেওয়া যায়। তবুও দুদিন ১০-১২ ঘণ্টার জন্য একটি লেনে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে।