TRENDING:

এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:

এই মুহূর্তের সেরা দশটি খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১. আজ মহাঅষ্টমী, সকাল থেকেই অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড়
advertisement

আজ মহাঅষ্টমী ৷ সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় ৷ দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী । বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই ৷ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সকাল থেকেই ঠাকুর দেখতে পড়েছে বহু মানুষ ৷ পুজো উদ্যোক্তাদের আশা, অষ্টমীর ভিড় সপ্তমীর ভিড় কেউ ছাপিয়ে যাবে।

advertisement

২. অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার রহস্যমৃত্যু

অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার রহস্যমৃত্যু ৷ পাঁশকুড়া লেভেল ক্রসিংয়ের সামনে থেকে তার দেহ পাওয়া যায় ৷ পঞ্চমী থেকে নিখোঁজ ছিলেন রুদ্রনীলের বাবা রবীন্দ্রনাথ ঘোষ ৷ ষষ্ঠীর দিন দেহ মিললেও পরিচয় জানা যায়নি ৷ শনিবার রাতে তাঁর দেহ শনাক্ত করে পরিবার ৷ তারপরই দেহ আনা হয় কলকাতায় ৷ ভোররাতে শেষকৃত্য সম্পন্ন হয় ৷

advertisement

৩. বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত ১১ সন্দেহভাজন জঙ্গি

বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১১ মৌলবাদি জঙ্গি ৷ এদের মধ্যে একজন  নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা। শনিবার তিনটি বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ ৷ গাজিপুরের আফারখোলা এলাকায় একটি দোতলা বাড়িতে হানা দিয়ে খতম করা হয় সাত জঙ্গিকে ৷

৪. আক্রান্ত হাবড়া GRP-র ওসি

advertisement

আক্রান্ত হাবড়া GRP-র ওসি ৷ মদ্যপদের হাতে আক্রান্ত প্রবীর বন্দ্যোপাধ্যায় ৷ পুজোয় গন্ডগোল থামাতে গিয়ে প্রহৃত ওসি ৷ স্টেশন চত্বরে GRP অফিসের সামনেই হামলা ৷

৫. নিউটাউন সেতুতে দুর্ঘটনা, মৃত ২

নিউটাউন সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়ি ৷ দুর্ঘটনায় আহত আরও ২ ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ৷

advertisement

৬. সপ্তমীর রাতে শহরে বাইক দৌরাত্ম্য, আহত ৩

মদ্যপ অবস্থায় রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা ঘটে ৷ লেকটাউন উড়ালপুলে বাইক উলটে আহত হয়েছেন ২ জন ৷ আহতরা ভর্তি বেসরকারি হাসপাতালে ৷ অন্য দুর্ঘটনাটি কেষ্টপুর উড়ালপুলের ৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক উলটে আহত ১ ৷ আহত যুবক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৷ কারও মাথাতেই হেলমেট ছিল না ৷

৭. বন্ধ হয়ে গেল চন্দননগরের গোদলপাড়া জুটমিল

বন্ধ হয়ে গেল চন্দননগরের গোদলপাড়া জুটমিল ৷ সপনেশন অফ ওয়ার্কের নোটিস কর্তৃপক্ষের ৷ শ্রমিক-মালিক অসন্তোষের জেরে নোটিস ৷ কাজ হারালেন স্থায়ী-অস্থায়ী ৪ হাজার শ্রমিক ৷

৮. পোলবায় যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ পোলবার বোরোপাচরকি গ্রামের ঘটনা ৷ অন্যত্র খুন করে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা ৷ প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ৷ দেহের পাশে মিলেছে রক্তমাখা জামা ৷ মৃতের পরিচয় জানার চেষ্টায় পুলিশ  ৷

৯. অষ্টমীতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা

অষ্টমীতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ ২ মেদিনীপুর-সহ গাঙ্গেয় উপকূলে বৃষ্টি হবে ৷ ওড়িশা, বাংলায় ঘুর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ ঘুর্ণাবর্তটি ওড়িশার দিকে যাচ্ছে ৷ তার জেরে বৃষ্টি বাংলায় ৷ মেঘ ঢোকার প্রক্রিয়া রাজ্যে বেশি থাকবে খবর আবহাওয়া দফতর সূত্রে ৷

১০. হাওড়া প‍‍ঞ্চাননতলায় কুমারী পুজো

হাওড়া প‍‍ঞ্চাননতলায় কুমারী পুজো ৷ ৫ বছরের ঐশানি চট্টোপাধ্যায় উমা রূপে পূজিতা  ৷ ঐশানির বাবার নাম রাজা চট্টোপাধ্যায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সকালে মন্দিরে মহাসন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল