TRENDING:

রাজ্যজুড়ে লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে

Last Updated:

লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তাঁর তিরোধান দিবস ৷ ১৭৩০ সালে তাঁর জন্ম হয়েছিল বসিরহাটের চাকলায় ৷ প্রায় ২৬ বছর বসবাস করেছিলেন বারদীতে অধুনা বাংলাদেশে অবস্থিত ৷ লোকনাথ ব্রহ্মচারী আসলে পরিচিত বাবা লোকনাথ নামেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তাঁর তিরোধান দিবস ৷ ১৭৩০ সালে তাঁর জন্ম হয়েছিল বসিরহাটের চাকলায় ৷ প্রায় ২৬ বছর বসবাস করেছিলেন বারদীতে অধুনা বাংলাদেশে অবস্থিত ৷ লোকনাথ ব্রহ্মচারী আসলে পরিচিত বাবা লোকনাথ নামেই ৷ তাঁর অগণিত ভক্ত জীবনের চলার পথ মসৃণ করতেই বেছে নিয়েছেন তাঁর দেখানো পথই ৷
advertisement

কঠোর জীবন যাপন পদ্ধতিই তাঁকে সুদৃঢ় মানসিকতাতে পরিণত করেছিল ৷ কথিত আছে সকলের বাবা লোকনাথ নাকি মহাদেবের অবতার ৷ তাঁর এক মহান বাণী রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ৷ এই অভয়বাণী যেন মানুষের কাছে এক বিশাল শক্তির সঞ্চার ঘটিয়েছে ৷

ভক্তরা তাঁদের বাবা লোকনাথকে পুজো দেন মিছরি ও অমৃতি দিয়েই ৷ ভক্তদেরবৃন্দকে তিনি সব সময়েই বলতেন মনের ভেতরটা মিছরির মত মিষ্টি ফুলের মত সুগন্ধি করে করে তুলতে ৷ সর্বোপরি মানুষের সেবায় জীবন অতিবাহিত করা কথাই বলেছেন বারবার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

আজ তাঁর ১২৮ তম তিরোধান দিবসে কলকাতা সহ সারা রাজ্য এমন কী সারা দেশেও বিভিন্ন প্রান্তের ভক্ত কাতারে কাতারে একত্রিত হয়েছেন ৷ সময়ের কাল স্রোতে গা না ভাসিয়েও হয়েছেন কালজয়ী ৷ আসমুদ্র হিমাচল ব্যাপ্তিই বারবার প্রমাণ করে তাঁর মহত্ব ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যজুড়ে লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে