উনিশের লক্ষে উনিশের ব্রিগেড.........এক নতুন ইতিহাস তৈরির অধীর অপেক্ষা ৷ এক মঞ্চে মোদি বিরোধী মহাজোটের ছবি ৷ মিস করতে চান না কেউ-ই। লোকসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমোর কথা শুনতে ভোর থেকেই সব পথ ছিল ব্রিগেডমুখী ৷
আর ব্রিগেড মানেই উৎসব ৷ শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন...যেদিকে চোখ গিয়েছে শুধুই মানুষের সারি.........ভোরে মুড়ি-বেগুনি, কেউ মুড়ি-ঘুগনি..কেউ আবার একেবারে মাছ, চিকেন,মটন দিয়ে ভাত খেয়ে রওনা দেন ব্রিগেডের উদ্দেশে ৷
advertisement
বেলা গড়িয়েছে, বেড়েছে ভিড় ৷ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বাস, গাড়ি আর তার মধ্যে দিয়েই সার দিয়ে চলেছে মানুষ ৷ এমনকী, প্রয়াগরাজে কুম্ভ থেকে ফেরার পথে ব্রিগেড দর্শন হাতছাড়া করতে চাননি সাধুরাও।
বিভিন্ন জেলার নেতা,কর্মীদের ভিড়ে জমজমাট হাওড়া স্টেশন চত্ত্বরও। ধামসা-মাদলে বোল তুলে ব্রিগেড চললেন সমর্থকরা। ভিড় ছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। বাড়ি থেকে ব্রিগেড যাওয়ার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বেজে ওঠে শাঁখ। উলু দিলেন মহিলারা।
মহাজোটের টানে পাহাড়ও আজ ব্রিগেডে। কালিম্পং হোক বা মিরিক, দার্জিলিং কিংবা কার্শিয়ং৷ বিভিন্ন সম্প্রদায় হাজির শহরে। পাহাড়ি পোশাকে, লোকসঙ্গীত-নাচে, বাজনায় সকলের নজর কেড়ে নেন তাঁরা। মমতার ডাকে এসেছেন শেরপারাও। বেলা যত বেড়েছে, ব্রিগেড তত ভরেছে। সভা শুরুর আগেই ব্রিগেড মমতা-ময়....হাতে-মাথায় তৃণমূল নেত্রীর নামে ব্যান্ড, টুপি...সবুজ আবিরে রাঙানো শরীর .....কেউ এসেছেন বাসে, গাড়ি...কেউ হেঁটে। শুধুমাত্র নেত্রীর কথা শুনতে ঘাটাল থেকে হেঁটে ব্রিগেডে এসেছেন অনেকে ৷