উল্লেখ্য, গত শুক্রবার কিছু ছবি প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায়, আরজি করের পালমোনারি মেডিসিন বিভাগের সেমিনার রুমে পোডিয়ামে পড়ে রয়েছে তরুণীর মৃতদেহ এবং তা সাদা পর্দা দিয়ে ঘেরা । ছবিতে দেখা যায়, ওই ঘেরাটোপের মধ্যে অনেক লোকজন ভিড় করে রয়েছেন, তাঁদের মধ্যেই ছিলেন লাল শার্ট পরা এক যুবক। এরপরেই প্রশ্ন ওঠে, ভিড় করে থাকা ব্যক্তিরা কারা? কেন তাঁরা মৃতদেহের সামনে ভিড় করে রয়েছেন?
advertisement
শুক্রবার সন্ধ্যায় লালবাজারের তরফে ছবির লোকজনকে চিহ্নিত করে পরিচয় জানানো হয়। সেখানেই দাবি করা হয়, লাল শার্ট পরে যাঁকে দেখা যাচ্ছে, তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কিন্তু ওই দাবি মানতে নারাজ ডাক্তারদের একাংশ। তাঁদের দাবি, লাল শার্ট পরা যুবক অভীক দে, তিনি এসএসকেএমের শল্য চিকিৎসা বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের চিকিৎসক-পড়ুয়া। তিনি কোন-ওভাবেই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হতে পারেন না।