ইতিমধ্যেই শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যেরা ট্যুইটারে এ নিয়ে প্রচার শুরু করে দিয়েছেন৷ #DiccheDaakEi28 এর মাধ্যমে এখনও পর্যন্ত ৮০,০০০ এর বেশি ট্যুইট এবং ১,২০,০০০ ইম্প্রেশন পোস্ট করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি। এর ফলে পশ্চিমবঙ্গে বর্তমানে এটি শীর্ষে ট্রেন্ড করছে বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের। এই সমাবেশের প্রচারে সোশ্যাল মিডিয়ায় জোর দেওয়া হচ্ছে বলে জানান তৃণাঙ্কুর।
advertisement
এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তাঁর ট্যুইটে লিখেছেন, “This 28th August, let all of us take a pledge to make the college & university campuses, a safe, democratic & inclusive space for the students, where ideas will meet execution, knowledge with meet practice, resulting in the holistic development of their lives. #DiccheDaakEi28”
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তৃণাঙ্কুর বলেন, “আমাদের দেশের আদর্শ বিপন্ন। সংবিধানকে অপমান করার ও বদলে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তার প্রতিরোধ করতে আমাদের যুবসমাজকে লড়তে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোট গড়ার ডাক দিয়েছিলেন। এই জোটে আমাদের ছাত্র ও যুবদের বিরাট ভূমিকা থাকবে। তাই আমি সকলকে বলছি, আগামী ২৮ অগাস্ট আসুন এবং INDIA এর আসন্ন লড়াই নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য নেতানেত্রীরা কী বলেন, তা শুনুন।”
আরও পড়ুন: আছড়ে পড়ল বিধ্বংসী হারিকেন হিলারি! তছনছ সব, ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার আশঙ্কা
তিনি আরও বলেন, ‘‘কোচবিহার থেকে কাকদ্বীপ হোক, কিংবা যাদবপুর বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, টিএমসিপি প্রত্যেক পড়ুয়ার পাশে থাকবে।’’ তৃণাঙ্কুরের কথায়, ‘‘যুব হিসাবে তৃণমূল ছাত্র পরিষদ এই দেশের ভবিষ্যৎ। ছাত্র সমাজের জন্য আমরা বরাবর লড়াই করেছি এবং আগামী দিনে আমাদের বকেয়া প্রাপ্যের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’’