TRENDING:

TMC Leaflet: জওয়ানদের জন্য লিফলেট! কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের

Last Updated:

একাধিক জেলায় লিফলেট কেন দেবে তৃণমূল কংগ্রেস?  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের। পূর্ব মেদিনীপুর-সহ বেশ কিছু জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে লিফলেট তুলে দেবে তৃণমূল কংগ্রেস। সেই লিফলেট মূলত হিন্দিতে লেখা থাকবে। এ ছাড়া ইংরেজি ও বাংলাতেও লিফলেট ছাপানো হচ্ছে। মূল উদ্দেশ্য, জওয়ানদের জানানো, তারা তাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মতো সরকারি সুবিধা পান কিনা? যদি না পান তাহলে তাঁরা যেন বাড়ি ফিরে এই সব সুবিধা তাদের রাজ্যেও দাবি করেন।
advertisement

‘আপনার মেয়ে কন্যাশ্রী পায় তো? আপনার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পায় তো’? পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে এমন লেখা লিফলেট তুলে দেবে তৃণমূল কংগ্রেস! দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর জন্য আমরাও বেশি কিছু জায়গায় লিফলেট ছাপিয়ে রেখেছি। হিন্দিতে আছে, ইংরেজিতে আছে সেই লিফলেটে। সেটাই তাদের হাতে তুলে দেওয়া হবে।’’

advertisement

আরও পড়ুন-ভিস্তাডোম কোচের সংযোজন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ও রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসে

কী লেখা থাকছে এই লিফলেটে? কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘আপনি যে এসেছেন, আপনার রাজ্যে আপনার বাড়িতে আপনার মেয়ে কন্যাশ্রী পায় তো? আপনার স্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডার পান তো? আপনার মেয়ে পড়াশোনার জন্য ১৮ বছরে টাকা পায় তো? আপনার মেয়ের বিয়ের জন্য টাকা পান তো রূপশ্রীতে? আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, বাংলায় পায়। এমনভাবে আচরণ করুন। আপনি আবার ফিরে গিয়ে বলবেন, এইরকম সরকার আপনার রাজ্যেও চাই।’’ কিন্তু হঠাৎ এমন লিফলেট বিলি করার সিদ্ধান্ত কেন নেওয়া হল?

advertisement

আরও পড়ুন– ব্যাঙের ছবিতে লুকিয়ে ঘোড়া; কেবল ১ শতাংশ মানুষই সমাধান করতে পেরেছেন এই ধাঁধা! এক বার নিয়ে দেখবেন না কি চ্যালেঞ্জটা?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কুণাল জানিয়েছেন, “কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের আপত্তি নেই। বিধানসভা ভোটেও কেন্দ্রীয় বাহিনী ছিল। তাও তৃণমূল কংগ্রেস, ব্যাপক ভোটে জয়লাভ করেছে।। পঞ্চায়েত ভোটে ‘নীতিগত’ কারণে কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি রয়েছে তৃণমূলের। নিয়ম অনুযায়ী, লোকসভা ও বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু পঞ্চায়েত বা পুরসভার স্থানীয় ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশই। অন্যান্য রাজ্যেও সেই নিয়ম পালন করা হয়। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম কেন হবে?” যদিও তৃণমূলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলেও, এই ভোটে তারা ভাল ফল করবে। প্রসঙ্গত, কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ১১ জেলায় CRPF, ৬ জেলায় CISF ও ৯ জেলায় BSF-কে পাঠানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Leaflet: জওয়ানদের জন্য লিফলেট! কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল