পার্থ চট্টোপাধ্য়ায়, অনুব্রত মণ্ডলের গ্রেফতারিকে কেন্দ্র করে বার বার তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে সুকান্তকে। একাধিক দলীয় অনুষ্ঠান ও প্রচার মঞ্চ থেকে তিনি তৃণমূলকে মেঠো ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত। তা নিয়েই সৌগতর মন্তব্য়, "সুকান্তকে বিজেপি ওপর থেকে বসিয়ে দিয়েছে। ওকে সরিয়ে নেবে। অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস তৈরি। এর পর ওঁর বিরুদ্ধে হয় আইনত ব্যবস্থা নিতে হবে। নয় তো কর্মীদের বলব বিক্ষোভ দেখাতে।"
advertisement
আরও পড়ুন: অনুব্রতর ২ রাইসমিলের বিরুদ্ধে শুরু হয় CID তদন্ত, রহস্যজনকভাবে বন্ধও হয়ে যায়! চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন না, হেফাজতে চাইবে সিবিআই? আজ ফের আদালতে অনুব্রত
এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। শুধু তৃণমূল নয়, সম্প্রতি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে মুখ খুলেছে আপ-সহ সব বিরোধী দল। সেই প্রসঙ্গ টেনে সৌহত বলেন, "ওর মূর্খতা, অজ্ঞানতা দেখাচ্ছেন। মমতা বন্দোপাধ্যায় ইউনেস্কোতে গিয়ে পুরস্কার নিয়েছেন৷ আবারও পাবেন। মণীশ সিসোদিয়া পুরস্কার পেয়েছেন৷ তাই তার বিরুদ্ধে রাগ।" অনুব্রত প্রসঙ্গে সৌগতর উক্তি, "এখন বিষয়টি আদালতের অধীনে আছে। দেখা যাক কী হয়? অনুব্রত মণ্ডলের গাড়ি সেটা আইনত প্রমাণিত নয়৷ এর মালিকানা অনুব্রতের নয়৷ বড় করে টিভিতে দেখালেই অনুব্রত দোষী নাকি? এটাকে মিডিয়া ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্ট বলে। এটা ঠিক হচ্ছে না।"
আবীর ঘোষাল