যাদবপুর কেন্দ্র হোক বা দক্ষিণ কলকাতার সাংসদ। দীর্ঘদিন ধরেই মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ভবানীপুরের সম্পর্ক রয়েছে৷ আবার এই সেপ্টেম্বর মাসেই ২০১১ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসেন মমতা বন্দোপাধ্যায়। ২০১৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পুনঃনির্বাচিত হন। এবার সেই কেন্দ্র থেকেই তিনি ফের লড়াই করছেন। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, "ভবানীপুরের ঘর, পাড়ার মেয়ে হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষ জানেন গোটা রাজ্য জুড়ে তিনি কী কী উন্নয়ন করেছেন। ভবানীপুরের চেহারা বদলে দিয়েছেন তিনি। ঘরের মেয়ে তো তিনি বটেই। তার উন্নয়নকে সামনে রেখেই এবার এই প্রচার শুরু হল ভবানীপুর জুড়ে।"
advertisement
তবে শুধু এই স্লোগান, পোস্টারই নয়। একাধিক পোস্টার চ্যালেঞ্জ একটাই মার্জিন বাড়িয়ে নেওয়া। কংগ্রেস প্রার্থী দেবে না ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিয়েছেন। বামেরা প্রার্থী কাকে দেবে, কবে দেবে তা এখনও নিশ্চিত হয়নি। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে মমতা বন্দোপাধ্যায়ের নাম ঘোষণা করে দিয়েছে৷তবে শুধু এই পোস্টার নয়, নজরে রয়েছে আরও কিছু পোস্টার। যেমন 'বেচারাম মোদীর ভারতবর্ষ বিক্রির বিরুদ্ধে', 'আমি বাংলারই মেয়ে', 'এসো হে', ভবানীপুর জুড়ে এমন নানা পোস্টার পড়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে নজরে, "উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে"।