ভবানীপুরের আট ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল আট তৃণমূল নেতাকে (Bhabanipur Bypoll Mamata Banerjee)। সেই আট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতারাই এখন বোঝাতে শুরু করে দিয়েছেন, সকলেই যেন ভোটের দিন ভোট দিয়ে যান। ভবানীপুর উপনির্বাচনের দায়িত্ব পালন করছেন ফিরহাদ হাকিম। মুলত ভোটের দেখাশোনা করছেন তিনিই। তিনি বলছেন, "ভোটের দিন পড়েছে সপ্তাহে কাজের দিনের মধ্যে। ফলে কর্মস্থলে যাওয়া সামলে মানুষ যেন ভোট দিতে আসে সেটাই নিশ্চিত করা আমাদের কাজ। সাধারণত উপ নির্বাচনগুলিতে ভোটদানের হার অনেক কমে যায়। এবার সেটা করা যাবে না। জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত। কিন্তু মার্জিন আমাদের বাড়াতে হবে।"
advertisement
আরও পড়ুন-আজ ভবানীপুরে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, 'মিনি ইন্ডিয়ায়' তৃণমূলের যে স্ট্র্যাটেজি
ফলে ছোট ছোট পথ সভা চলতে থাকলেও তৃণমূলের আসল লক্ষ্য ভোটারদের ভোটকেন্দ্র মুখী করা।অন্যদিকে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন নিয়ে অত্যন্ত সাবধানী তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে মক পোল বা EVM পরীক্ষার কাজ। যারা বুথে ভোটের দিন ও কাউন্টিং এজেন্ট হিসাবে দায়িত্বে আছেন তাদের প্রত্যেককে কড়া নজরদারি এবং সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ দিন ধরে চলবে এই মক পোল। সব ইভিএম পরীক্ষা ও সিল করার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে।
প্রসঙ্গত, নন্দীগ্রামের ভোট নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরের প্রচার শুরুর দিনেই অহীন্দ্র মঞ্চে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, "নন্দীগ্রামে একটা বুথে ৫০০ ভোটার, কিন্তু ভোট পড়েছে হাজার। ভিভিপ্যাট গোনা হয়নি। মেশিন ভেঙে দেওয়া হয়েছে। আমাকে হারাতে একটা প্ল্যানিং করা হয়েছিল।" তাই মক পোল বা ইভিএম পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।