TRENDING:

TMC: বাবুল-ইন্দ্রনীল দ্বন্দ্ব মিটল? মুখে হাসি নিয়ে অরূপের সঙ্গে আড্ডায় ২ গায়ক-মন্ত্রী

Last Updated:

TMC: দু'জনের আপাতত বিরোধ মীমাংসার দায়িত্বে রয়েছেন অরূপ বিশ্বাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দ্বন্দ্ব কমছে কি মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের। তবে এবার কি দ্বন্দ্ব কমছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার এক ছবি অবশ্য অনেকেরই নজর এড়ায়নি। মাঝখানে বসে রয়েছেন অরূপ বিশ্বাস, তাঁর একদিকে ইন্দ্রনীল সেন আর উল্টোদিকে বাবুল সুপ্রিয়। শরীরী পরিভাষা দূর থেকে দেখে মনে হচ্ছিল দু’জনের আপাতত বিরোধ মীমাংসার দায়িত্বে রয়েছেন অরূপ বিশ্বাস।
মুখে হাসি নিয়ে অরূপের সঙ্গে আড্ডায় ২ গায়ক-মন্ত্রী
মুখে হাসি নিয়ে অরূপের সঙ্গে আড্ডায় ২ গায়ক-মন্ত্রী
advertisement

শুরুটা সম্ভবত বাবুল সুপ্রিয়র তৃণমূল কংগ্রেসে যোগদানের পরপরই। সেটা বেড়ে যায় অগাষ্ট মাসে বিধানসভা অধিবেশন চলাকালীন একদিন। সেদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকের পর কিছুটা উত্তেজিত হয়েই কথা বলতে দেখা যায় ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়র মধ্যে। তারপর বিভিন্ন সময় অন রেকর্ড, অফ রেকর্ড একে অপরের বিরুদ্ধে অনেক টিকা টিপ্পনি করেছেন।

এদিন বিধানসভায় অরূপ বিশ্বাস এর মধ্যস্থতায় সেই মতান্তর কতটা কেটেছে, সেই প্রসঙ্গে ইন্দ্রনীল সেন বা বাবুল সুপ্রিয় কেউই কোনও কিছু বলতে রাজি হননি। তবে বিধানসভায় মন্ত্রী অরূপ বিশ্বাস এর ঘরে একে অপরের কাঁধে হাত রেখে গল্প করতে দেখা যায়।

advertisement

আরও পড়ুন, গিরিরাজের ‘নাচ’ মন্তব্য ঘিরে উত্তাল বিধানসভা, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান!

আরও পড়ুন, চিনা ভাইরাস আবার ঢুকে পড়ল ভারতে! রহস্যময় নিউমোনিয়া ছড়াচ্ছে শিশুদের মধ্যে

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

দু’জনের শীতল সম্পর্ক উষ্ণ হল কিনা জানা না গেলেও, দুই গায়কের গুনগুন হয়তো কিছু ইঙ্গিত দিয়ে গেল। বাবুল সুপ্রিয়র গলায় যখন “প্রেম দিলে পুরো দাও”, ঠিক পাশে বসেই ইন্দ্রনীল সেনের গলায় তখন “তোমায় নুতন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে”। তবে দুই গায়ক-মন্ত্রীর দ্বন্দ্ব মিটল কিনা সেটা এখন সময়ই উত্তর দেবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: বাবুল-ইন্দ্রনীল দ্বন্দ্ব মিটল? মুখে হাসি নিয়ে অরূপের সঙ্গে আড্ডায় ২ গায়ক-মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল