তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগের আবেদনের ভিত্তিতে রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন। গত ৭ তারিখ সকাল ৮’টায় রাজভবনকে দেখা করার সময় চেয়ে যে ই-মেইল পাঠানো হয়েছিল, তারই জবাব এসেছে রবিবার রাতে। রাত অবধি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা যাবেন। তবে শুধু সাংসদ বা মন্ত্রীরা নয়। ভুক্তভোগীদের নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া হবে ভুক্তভোগীদের চিঠি।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: বিশ্বকাপে নেমেই ‘বিরাট’ রেকর্ড গড়লেন কোহলি, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের
রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাওয়ার আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। রাজ্যপাল অনুরোধ রেখেছেন। তাই তৃণমূল আপাতত যাওয়ার সিদ্ধান্তে রাজি। এর আগে দিল্লিতে গিয়েও দেখা মেলেনি কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর। তৃণমূলের অভিযোগ কৃষি ভবনে তাদের প্রতিনিধিদলকে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগ নিয়ে কলকাতায় রাজভবনের বাইরে তাঁরা অবস্থান করেন৷ আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকারের পর সেই অবস্থান প্রত্যাহার হয় না থাকে সেটাই এখন নজরে৷