TRENDING:

CV Ananda Bose: শুধু সাংসদ বা মন্ত্রীরা নন, রাজ্যপাল-তৃণমূল সাক্ষাতে থাকবে ভুক্তভোগীদের চিঠি

Last Updated:

CV Ananda Bose: রাত অবধি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজ তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ বিকেল চারটের সময় সেই সাক্ষাৎ হতে চলেছে রাজভবনে। রবিবার রাতেই দার্জিলিং থেকে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। এর আগে গত শনিবার দার্জিলিং রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও মহুয়া মৈত্র। ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। কেন রাজভবনের বাইরে তৃণমূল কংগ্রেস অবস্থান করছে, তাদের দাবি কী, তা নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা।
advertisement

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগের আবেদনের ভিত্তিতে রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন। গত ৭ তারিখ সকাল ৮’টায় রাজভবনকে দেখা করার সময় চেয়ে যে ই-মেইল পাঠানো হয়েছিল, তারই জবাব এসেছে রবিবার রাতে। রাত অবধি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা যাবেন। তবে শুধু সাংসদ বা মন্ত্রীরা নয়। ভুক্তভোগীদের নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া হবে ভুক্তভোগীদের চিঠি।

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli: বিশ্বকাপে নেমেই ‘বিরাট’ রেকর্ড গড়লেন কোহলি, যা নেই কোনও ভারতীয় ক্রিকেটারের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাওয়ার আবেদন জানানো হয়েছিল তৃণমূলের তরফে। রাজ্যপাল অনুরোধ রেখেছেন। তাই তৃণমূল আপাতত যাওয়ার সিদ্ধান্তে রাজি। এর আগে দিল্লিতে গিয়েও দেখা মেলেনি কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর। তৃণমূলের অভিযোগ কৃষি ভবনে তাদের প্রতিনিধিদলকে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগ নিয়ে কলকাতায় রাজভবনের বাইরে তাঁরা অবস্থান করেন৷ আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকারের পর সেই অবস্থান প্রত্যাহার হয় না থাকে সেটাই এখন নজরে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Ananda Bose: শুধু সাংসদ বা মন্ত্রীরা নন, রাজ্যপাল-তৃণমূল সাক্ষাতে থাকবে ভুক্তভোগীদের চিঠি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল