মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, আগামী বছর উত্তর প্রদেশ নির্বাচনে চল্লিশ শতাংশ মহিলা প্রার্থী দেবে কংগ্রেস৷ জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে মহিলাদের ক্ষমতায়ণের জন্য কংগ্রেসের (Congress) এই সিদ্ধান্ত বলেই দাবি করেছিলেন প্রিয়াঙ্কা৷ কংগ্রেসের ঘোষণা থেকেই স্পষ্ট, উত্তর প্রদেশের সাড়ে ছ' কোটিরও বেশি মহিলা ভোটারের মন জয়ই তাদের লক্ষ্য৷
advertisement
এ দিন কংগ্রেসের (Congress) এই দাবির পাল্টা ট্যুইট করে তৃণমূল কংগ্রেস৷ ট্যুইটারে লেখা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণেই এ দেশের রাজনীতিতে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস৷ প্রথম দল হিসেবে লোকসভায় ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দিয়েছিলাম আমরা৷'
আরও পড়ুন: কথা রাখলেন বাবুল সুপ্রিয়, সাংসদ পদে ইস্তফা দিয়ে যা লিখলেন, বড় জল্পনা শুরু!
কঠিন পরিস্থিতির মধ্যেই কংগ্রেস আমাদের অনুকরণ করার চেষ্টা চলছে৷ আমাদের আশা, তাদের এই চেষ্টার মধ্যে আন্তরিক এবং শুধু লোকদেখানের জন্য নয়৷ তারা যদি বিষয়টি নিয়ে সিরিয়াস হয় তাহল শুধু উত্তর প্রদেশ নয়, সমস্ত রাজ্যেই এই নীতি চালু করুক কংগ্রেস৷
তৃণমূল নেতা কুণাল ঘোষও ট্যুইটারে লেখেন, 'তৃণমূলই সবথেকে বেশি মহিলা প্রার্থী দেয়৷ ২০১৯ লোকসভায় ৫১ শতাংশ কেন্দ্রে মহিলা প্রার্থী দেওয়া হয়েছে৷ ২০২১ বিধানসভায় ২৯১ জন প্রার্থীর মধ্যে ৫০ জন মহিলা প্রার্থী দেওয়া হয়েছে৷ পুরসভা, পঞ্চায়েতেও তাই৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই নারীশক্তিকে এগিয়ে দিয়েছেন৷ প্রিয়াঙ্কা গান্ধি এগিয়য়ে দিয়েছেন৷ ফলে, দিদি যা যা করতে পারেনন, সেগুলি করতে ওঁকেই সামনে রাখলে ভাল হবে৷ '
গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তৃণমূল এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে৷ বিজেপি বিরোধিতায় কংগ্রেসের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলীয় মুখপত্র 'জাগো বাংলা'-তেও নিজের কলামেও কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি৷ বিজেপি বিরোধী জোট হলে তৃণমূল যে কংগ্রেসের শর্ত মানবে না, সেটাও স্পষ্ট৷ এই পরিস্থিতিতে দুই দলের সম্পর্কে উন্নতি তো হচ্ছেই না, বরং নিয়মিত ব্যবধানে কথার লড়াই, কটাক্ষ পাল্টা কটাক্ষে জড়াচ্ছেন দু' দলের নেতারা৷ গোয়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরানোর পর থেকে এবং লখিমপুর খেরিতে যাওয়া নিয়ে তৃণমূলকে বিঁধে মন্তব্য করতে শুরু করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা৷ পাল্টা জবাব দিয়েছ তৃণমূলও৷
