TRENDING:

TMC pinches Congress after Priyanka Gandhi announcement: পথ দেখিয়েছে তারাই, প্রিয়াঙ্কার ঘোষণার পরই কংগ্রেসকে খোঁচা তৃণমূলের

Last Updated:

মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, আগামী বছর উত্তর প্রদেশ নির্বাচনে চল্লিশ শতাংশ মহিলা প্রার্থী দেবে কংগ্রেস (TMC pinches Congress after Priyanka Gandhi announcement)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উত্তর প্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকায় চল্লিশ শতাংশ জায়গা সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য৷ মঙ্গলবার এই ঘোষণা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi)৷ কংগ্রেসের এই ঘোষণার পাল্টা ট্যুইট করে তৃণমূল মনে করিয়ে দিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারাই প্রথমবার কোনও রাজনৈতিক দল হিসেবে চল্লিশ শতাংশ আসনে মহিলা প্রার্থী দিয়েছিল (TMC pinches Congress after Priyanka Gandhi announcement)৷ কংগ্রেসের দাবিকে কটাক্ষ করে ট্যুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও৷
প্রিয়াঙ্কার ঘোষণার পর জবাব দিল তৃণমূল৷
প্রিয়াঙ্কার ঘোষণার পর জবাব দিল তৃণমূল৷
advertisement

মঙ্গলবার প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, আগামী বছর উত্তর প্রদেশ নির্বাচনে চল্লিশ শতাংশ মহিলা প্রার্থী দেবে কংগ্রেস৷ জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে মহিলাদের ক্ষমতায়ণের জন্য কংগ্রেসের (Congress) এই সিদ্ধান্ত বলেই দাবি করেছিলেন প্রিয়াঙ্কা৷ কংগ্রেসের ঘোষণা থেকেই স্পষ্ট, উত্তর প্রদেশের সাড়ে ছ' কোটিরও বেশি মহিলা ভোটারের মন জয়ই তাদের লক্ষ্য৷

advertisement

advertisement

advertisement

এ দিন কংগ্রেসের (Congress) এই দাবির পাল্টা ট্যুইট করে তৃণমূল কংগ্রেস৷ ট্যুইটারে লেখা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণেই এ দেশের রাজনীতিতে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস৷ প্রথম দল হিসেবে লোকসভায় ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দিয়েছিলাম আমরা৷'

আরও পড়ুন: কথা রাখলেন বাবুল সুপ্রিয়, সাংসদ পদে ইস্তফা দিয়ে যা লিখলেন, বড় জল্পনা শুরু!

advertisement

কঠিন পরিস্থিতির মধ্যেই কংগ্রেস আমাদের অনুকরণ করার চেষ্টা চলছে৷ আমাদের আশা, তাদের এই চেষ্টার মধ্যে আন্তরিক এবং শুধু লোকদেখানের জন্য নয়৷ তারা যদি বিষয়টি নিয়ে সিরিয়াস হয় তাহল শুধু উত্তর প্রদেশ নয়, সমস্ত রাজ্যেই এই নীতি চালু করুক কংগ্রেস৷

তৃণমূল নেতা কুণাল ঘোষও ট্যুইটারে লেখেন, 'তৃণমূলই সবথেকে বেশি মহিলা প্রার্থী দেয়৷ ২০১৯ লোকসভায় ৫১ শতাংশ কেন্দ্রে মহিলা প্রার্থী দেওয়া হয়েছে৷ ২০২১ বিধানসভায় ২৯১ জন প্রার্থীর মধ্যে ৫০ জন মহিলা প্রার্থী দেওয়া হয়েছে৷ পুরসভা, পঞ্চায়েতেও তাই৷ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই নারীশক্তিকে এগিয়ে দিয়েছেন৷ প্রিয়াঙ্কা গান্ধি এগিয়য়ে দিয়েছেন৷ ফলে, দিদি যা যা করতে পারেনন, সেগুলি করতে ওঁকেই সামনে রাখলে ভাল হবে৷ '

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তৃণমূল এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে কথার লড়াই শুরু হয়েছে৷ বিজেপি বিরোধিতায় কংগ্রেসের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলীয় মুখপত্র 'জাগো বাংলা'-তেও নিজের কলামেও কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি৷ বিজেপি বিরোধী জোট হলে তৃণমূল যে কংগ্রেসের শর্ত মানবে না, সেটাও স্পষ্ট৷ এই পরিস্থিতিতে দুই দলের সম্পর্কে উন্নতি তো হচ্ছেই না, বরং নিয়মিত ব্যবধানে কথার লড়াই, কটাক্ষ পাল্টা কটাক্ষে জড়াচ্ছেন দু' দলের নেতারা৷ গোয়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরানোর পর থেকে এবং লখিমপুর খেরিতে যাওয়া নিয়ে তৃণমূলকে বিঁধে মন্তব্য করতে শুরু করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা৷ পাল্টা জবাব দিয়েছ তৃণমূলও৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC pinches Congress after Priyanka Gandhi announcement: পথ দেখিয়েছে তারাই, প্রিয়াঙ্কার ঘোষণার পরই কংগ্রেসকে খোঁচা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল