বেশ কয়েকদিন আগে শংকর শিকদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং নির্বাচনে দাঁড়ানোর জন্য ভোটে টিকিট বিক্রির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ এমনকী প্রকাশ্য রাস্তায় ফেস্টুন হিসাবে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে রাজ্য বিজেপি সেই ভাবে কোনো আমল দেয়নি সেই সময়।
advertisement
আরও পড়ুন: দুশোর লক্ষ্যে দেড়শো কোটি! বাংলার ভোটে কত খরচ করেছিল বিজেপি, সামনে এল তথ্য
তবে প্রীতম সরকার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিল। সূত্রের খবর, কিছুদিন আগে দিল্লিতে এক মন্ত্রীর অনুষ্ঠানে শংকর শিকদার এবং শশী অগ্নিহোত্রীকে দিল্লিতে যাওয়ার যাবতীয় খরচ বহন করেছিল প্রীতম। কয়েকদিন আগে তথাগত রায় টুইট করে অভিযোগ করেছিলেন একুশের বিধানসভা নির্বাচনে আর্থিক কেলেঙ্কারির কথা। এবার দক্ষিণ কলকাতায় প্রার্থীর টিকিট দেওয়া নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ।
আরও পড়ুন: ইভিএম-এই পুরভোট, কিন্তু থাকছে না ভিভিপ্যাট! প্রস্ততি শুরু রাজ্য নির্বাচন কমিশনের
রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি। ওই অডিও টেপে শোনা গেছে সদ্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও। যদিও বিজেপির তরফ থেকে অর্থ নেওয়ার অভিযোগের ব্যাপারে গতকাল দিলীপ ঘোষ বলেছিলেন, ''যিনি বলছেন তাকে প্রমাণ করতে হবে আর্থিক কেলেঙ্কারি কীভাবে হয়েছিল?''