আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে আবারও রাস্তায় নামছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৭ মার্চ বৃহস্পতিবার কলকাতার রাস্তায় মিছিলে হাঁটবেন মহিলা তৃণমূলের সদস্যরা। সেই মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। তার পর ডোরিনা ক্রসিংয়ে একটি সভা করবেন তৃণমূল নেত্রী।
advertisement
৭ মার্চ মিছিলে তৃণমূল মহিলা সংগঠনের উদ্যোগে কলেজ স্ট্রিট থেকে এসপ্ল্যানেড অবধি হবে চলবে এই মিছিল। কলেজ স্ট্রিট থেকে বউবাজার, সেখান থেকে হিন্দ সিনেমা হয়ে ওয়েলিংটন মোড়। সেখান থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা। এসপ্ল্যানেডে হবে মিছিল শেষে সভা।
প্রায় প্রতি বছর নারীদিবসে মমতা বন্দ্যোপাধ্যায় নারী বাহিনীকে নিয়ে মিছিল করেন। সেই মিছিলে দেখা যায় বহু সেলিব্রিটিকেও। এবছরও সেই মিছিল হচ্ছে। তবে তা নারীদিবসের একদিন আগে। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, ৮ তারিখ শিবরাত্রি। ওইদিন মহিলাদের নানা আচার-অনুষ্ঠান থাকে। তাই মিছিল সংগঠিত করা কঠিন হবে। সেই কারণে ৭ মার্চই নারীদিবসের কর্মসূচি করবে তৃণমূল।