TRENDING:

TMC On Jakir Hossain: প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা! কী বলছে তৃণমূল কংগ্রেস?

Last Updated:

TMC On Jakir Hossain: তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকার হদিশ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকার হদিশ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। এপ্রসঙ্গে এবার মুখ খুলল দলীয় নেতৃত্ব। দলের তরফ থেকে কুণাল ঘোষ বলেন, ব্যবসায়ী বাড়িতে নগদ রাখতে পারবেন না এটা কে ঠিক করল? শ্রমিকদের নগদে পেমেন্ট দিতে হয়। তিনি যদি নগদ রেখে থাকেন৷ হাতে টাকা দিয়ে থাকেন, তার যে প্রচার চলছে সেটা ঠিক নয়৷'
জাকিরের পাশে তৃণমূল কংগ্রেস
জাকিরের পাশে তৃণমূল কংগ্রেস
advertisement

কুণাল ঘোষ আরও বলেন, 'জাকিরের বাড়িতে আয়কর দফতর রেইড করেছে৷ টাকা উদ্ধার হয়েছে বলা হচ্ছে। জাকির হোসেন একজন বিধায়ক শুধু নন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। বিড়ি শিল্প থেকে শুরু করে কৃষিভিত্তিক শিল্পে তার যোগ আছে৷ সংবাদমাধ্যম ব্যবহার ও অপব্যবহার করে যা ছড়িয়ে দেওয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে, তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা সুপরিকল্পিত করে করা হয়েছে৷ দু'দিন আগেই এক নেতা বলে দিয়েছিলেন অমুকের বাড়ি যাবে। এর পরেই এই রেইড।'

advertisement

আরও পড়ুন: বরফের কার্পেট পাতা... এ যেন ঠিক 'স্বর্গ'!। ভারতীয় রেল শেয়ার করল 'নৈস্বর্গিক দৃশ্য'! কোথায়? দেখে পাগল নেটপাড়া!

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার জন্য আজ থেকেই চালু একডজন Special ট্রেন! থাকছে অতিরিক্ত Local! দেখে নিন সময়সূচি...

তৃণমূল মুখপাত্রের আরও প্রশ্ন, 'প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল, শুভেন্দুর বাড়িতেই বা কবার রেইড হয়েছে? জাকির হোসেনের তদন্তের হিল্লে এন আই এ এখনও কেন করছে না। জাকিরের নাম তুলে এনে তার চরিত্রে দাগ লাগানো হয়েছে৷ জাকিরের টাকা অবৈধ হলে আয়কর দফতর ব্যবস্থা না নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। এর পিছনে বিজেপি আছে বলে মনে করি। তার কাছে হাজার হাজার মানুষ কাজ করেন। শ্রমিকদের আয় বন্ধ করতে বিজেপি এই সর্বনাশা খেলা খেলছে৷ এজেন্সিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে৷ ব্যবসায়ীদের ভয় ও আতঙ্ক তৈরি করছে। আমরা এই নিয়ে আন্দোলন করব। মানুষের কাছে বারবার যাব।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এদিকে, এই আয়কর রেইড নিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, "শ্রমিক ও আমার স্ত্রী-ছেলের যৎসামান্য টাকা বাড়ি থেকে পেয়েছে আয়কর দফতর। চালকলে চাষিদের কাছ থেকে নগদে ধান কেনার টাকা রাখা ছিল, সেটাই বাজেয়াপ্ত করেছে। এভাবে চললে ব্য়বসা বন্ধ করে দিতে হবে।''

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC On Jakir Hossain: প্রাক্তন মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা! কী বলছে তৃণমূল কংগ্রেস?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল