বিধানসভা ভোটের এক বছরেরও বেশি সময় আগে ভোটার তালিকা নিয়ে কার্যত যুদ্ধকালীন তৎপরতা চাইছে তৃণমূল। দলীয় সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশের ভিত্তিতে একেবারে সংগঠিত কর্মসূচি নেওয়া হয়েছে। মমতার নির্দেশের পরে কলকাতা-সহ বিভিন্ন জেলায় দলীয় নেতারা ভোটার তালিকা যাচাই করতে নেমে পড়েছেন। তবে ওই নির্দেশিকায় বলা হয়েছে, জনপ্রতিনিধি ও শাখা সংগঠনের প্রতিনিধিদের দায়িত্ব ভাগ করে দিয়ে তালিকার প্রত্যেকটি ‘পার্ট’ যাচাই করতে হবে। সেখানেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘অনলাইন’ আবেদনের মাধ্যমে নাম তোলা ভোটারদের বিষয়টি। এই নতুন ভোটারেরা যে নথি জমা দিয়েছেন, তা যাচাই করা এবং প্রয়োজনে তাঁদের স্থানীয় ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে দলীয় নেতৃত্বকে।
advertisement
আরও পড়ুন– এ এক অন্য ‘রাজ-সিমরন’-এর কাহিনি, দাম্পত্য কলহে নিজের প্রাণ নিলেন যুবক! স্তম্ভিত দেশ
কোথাও তা নিয়ে সংশয় থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে জেলার নির্বাচনী প্রধান অর্থাৎ ‘রিটানিং অফিসারে’র দফতরের সঙ্গে। সেই সঙ্গেই বিধানসভা ভিত্তিক এই এই রকম ‘গরমিলের’ তথ্য একেবারে রিপোর্ট আকারে জমা দিতে বলা হয়েছে রাজ্য দফতরে। কিছুদিন আগেই সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকা হল ক্রমাগত একটি প্রক্রিয়া। আমাদের সতর্ক থাকতে হবে।’’ আপাতত এই বিষয়ে প্রশিক্ষণ পর্ব চলছে জেলায়। থাকছেন আই প্যাকের সদস্যরাও।