TRENDING:

TMC Nominates Louizinho Faleiro in Rajya Sabha: জহর সরকার, সুস্মিতা দেবের পর লুইজিনহো ফেলেইরো! রাজ্যসভায় ফের চমক তৃণমূলের

Last Updated:

গোয়ার দু' বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ()৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুস্মিতা দেবের পর এবার লুইজিনহো ফেলেইরো৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজ্যসভায় মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস (TMC)৷ অর্পিতা ঘোষের পদত্যাগ করায় রাজ্যসভায় একটি আসন খালি হয়েছিল৷ সেই আসনেই লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠাতে চাইছে তৃণমূল (TMC Nominates Louizinho Faleiro in Rajya Sabha)৷
লুইজিনহো ফেলেইরো৷
লুইজিনহো ফেলেইরো৷
advertisement

গোয়ার দু' বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Louizinho Faleiro) গত সেপ্টেম্বর মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন৷ গোয়ার মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দীর্ঘদিন উত্তর পূর্বের রাজ্যগুলিতেও কংগ্রেসের সংগঠনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ গোয়ার পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যগুলিকেও পাখির চোখ করেছে তৃণমূল৷ সবমিলিয়ে গোয়ার প্রবীণ এই রাজনীতিকের অভিজ্ঞতাকে সর্বভারতীয় স্তরে কাজে লাগাতে চাইছে ঘাসফুল শিবির৷

advertisement

আরও পড়ুন: আক্রমণ করলে ঠিকানা ও ফোন নাম্বার জেনে রাখব, ত্রিপুরা পুলিশকে তীব্র কটাক্ষ সুস্মিতার

নভেম্বরের শেষ দিকেই রাজ্যসভার এই আসনটিতে ভোটগ্রহণ হবে৷ রাজ্য বিধানসভার এই মুহূর্তে যা সমীকরণ, তাতে জহর সরকার, সুস্মিতা দেবদের মতো লুইজিনহো ফেলেইরোরও রাজ্যসভায় যাওয়া সময়ের অপেক্ষা৷

আজ সকালেই কলকাতায় এসেছেন লুইজিনহো ফেলেইরো৷ তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন তিনি৷ সম্ভবত আগামী মঙ্গলবার বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলে যোগ দেওয়ার আগে বিধায়ক পদেও ইস্তফা দিয়েছিলেন ফেলেইরো৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোয়ায় ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল৷ লুইজিনহো ফেলেইরোকে দলে টেনে শুরুতেই গোয়ায় নিজেদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ প্রবীণ এই নেতার বহু অনুগামীও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোয়া সফর করে এসেছেন৷ গোয়া যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ শুধু রাজ্যসভার মনোনয়ন নয়, লুইজিনহো ফেলেইরোকে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বও দিয়েছে তৃণমূল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Nominates Louizinho Faleiro in Rajya Sabha: জহর সরকার, সুস্মিতা দেবের পর লুইজিনহো ফেলেইরো! রাজ্যসভায় ফের চমক তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল