সৌগতর সাফ কথা, 'বানিয়ে কথা বলছে বিজেপি। অন্নপূর্ণা ক্যান্টিনের ঘোষণা তো তৃণমূলের অনুকরণ। অন্নপূর্ণা ক্যান্টিনের ঘোষণা তো হাস্যকর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মা প্রকল্প তো চলছেই। আসলে বিজেপির সব বক্তব্যই জুমলা।' এবারের নির্বাচন জিততে মরিয়া অমিত শাহরা মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন। তাতে মহিলাদের জন্য যেমন ৩৩% সংরক্ষণের কথা বলা হয়েছে, তেমনি গণপরিবহণে মহিলাদের বিনামূল্যে যাত্রার মতো চমকে দেওয়ার মতো ঘোষণাও রয়েছে।
advertisement
আর মহিলাদের জন্য বিজেপির সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে তৃণমূলের তরফে সৌগত বলেন, 'বিজেপি মহিলাদের কতটা ক্ষমতায়ন চায়, তা বিজেপি শাসিত রাজ্যগুলি দেখলেই বোঝা যায়। ওরা মহিলাদের ক্ষমতা নয়, বরং মহিলাদের নীচে নামাতে চায়।'
তফশিলি জাতি ও উপজাতি শ্রেণি ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্যও একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। ইতিমধ্য়েই অমিত শাহ বলেছেন রাজ্যে ক্ষমতায় এলেই সপ্তম বেতন কমিশন চালু হবে। ইশতেহারে উল্লেখ রয়েছে সে কথাও। ইশতেহারে বাংলার উন্নয়নের বিষয়টি নজর দেওয়া হয়েছে বলে বিজেপির দাবি। আর সেই বিষয়টিকে হাতিয়ার করে পালটা কটাক্ষের রাস্তায় হাঁটল তৃণমূল।