TRENDING:

Saugata Roy: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দলের নেতাদের দুর্নীতি নিয়ে এবার একসঙ্গে সরব হলেন তৃণমূলের সাংসদ এবং মন্ত্রী৷ বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দলের নেতাদের একাংশের দুর্নীতি নিয়ে আক্ষেপ করতে শোনা গেল দলের প্রবীণ সাংসদ সৌগত রায়কে৷ আবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট করে দিলেন, ব্যক্তিগত দুর্নীতির দায় নেবে না দল৷
বিস্ফোরক সৌগত রায়৷
বিস্ফোরক সৌগত রায়৷
advertisement

সম্প্রতি বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর একটি ভিডিও ভাইরাল হয়৷ সেই ভিডিওতেই দমদমের সাংসদ সৌগত রায়কে দলের নেতাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া নিয়ে আক্ষেপ করতে শোনা যায়৷ বেআইনি নিয়োগ নিয়েও মুখ খোলেন তৃণমূল সাংসদ৷ সৌগত রায়কে বলতে শোনা যায়, 'আমি ব্যথিত হই যখন দেখি দলেরই কেউ কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে৷ যাদের ছোট থেকে দেখলাম, তারা কখন দুর্নীতি পরায়ণ হয়ে পড়ল, তা টের পাইনি৷ দেখে দুঃখিত, ব্যথিত হই৷ এই যে চাকরিতে লোক ঢুকোতে হবে ইত্যাদি এর মধ্যে গেলে তার শেষ কোথায় কেউ জানে না৷'

advertisement

আরও পড়ুন: কোর কমিটিতে জায়গা না পেয়ে ক্ষুব্ধ বিষ্ণুপুরের সাংসদ? রাঢবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব ফেরালেন সৌমিত্র খাঁ 

নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যেতে হয়েছে তৃণমূলের একদা অন্যতম শীর্ষ নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য৷ গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল৷ দুর্নীতির নানা অভিযোগে নাম জড়াচ্ছে দলের অন্যান্য বেশ কয়েকজন নেতার৷ সৌগত রায়ের এই বক্তব্য তাই আত্মসমালোচনার মতোই৷ যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকও ওই অনুষ্ঠানে হাজির ছিলেন৷ তিনি অবশ্য দুর্নীতির সঙ্গে দলের সম্পর্ক স্বীকার করতে চাননি৷ বক্তব্য রাখতে গিয়ে পার্থ ভৌমিক বলেন, 'একজন চিকিৎসক ভুল চিকিৎসা করলে কি পরিবারের কাউকে ডাক্তার দেখাতে পাঠাবো না? একজন শিক্ষক খারাপ হলে নিজেদের সন্তানকে কোনও শিক্ষকের কাছে পাঠাবো না? তেমনই তৃণমূলের কোনও নেতা ভুল করে থাকলে সেই দায় দলের হতে পারে না৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Saugata Roy: 'ব্যথিত হই', দলের নেতাদের দুর্নীতি নিয়ে আক্ষেপ সৌগত রায়ের! ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল