গুরুতর অসুস্থ হয়ে গত বেশ কিছু দিন ধরেই শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌগত রায়৷ প্রাথমিক ভাবে কিডনির সমস্যা থাকলেও চিকিৎসায় সেই সমস্যা কাটিয়ে উঠেছেন প্রবীণ সাংসদ৷ কিন্তু এখনও একাধিক শারীরিক সমস্যায় কাবু হয়ে রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌগত রায়ের মস্তিষ্কের প্রাণঘাতী প্রদাহ ধরা পড়েছে৷ ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবে ওয়েরোনিক্স এনসেফ্যালপথিতেও আক্রান্ত হয়েছেন তিনি৷ এখনও মারাত্মক আচ্ছন্ন ভাব রয়েছে প্রবীণ সাংসদের৷ তবে ডাকলে সাড়া দিচ্ছেন তিনি৷
advertisement
চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে সৌগত রায়ের ফুসফুস এবং শ্বাসনালির নীচের অংশে সংক্রমণ ছড়িয়েছে৷ সিওপিডি-তেও আক্রান্ত তিনি৷ মস্তিষ্কে রক্ত সঞ্চালনও ব্যাহত হচ্ছে৷ শ্বাসকষ্ট কমাতে দিতে হচ্ছে নেবুলাইজেন৷ রাইলস টিউবের মাধ্যমেই খাওয়ানো হচ্ছে প্রবীণ সাংসদকে৷ ব্যবহার করতে হচ্ছে ক্যাথিটারও৷