তৃণমূল সাংসদ আরও লিখেছেন, 'আদালতের কাজ ন্যায়বিচার দেওয়া৷ পুলিশের কাজ অভিযুক্তকে আদালতে হাজির করানো৷ বিজেপি-র রাজত্বে ভারতবর্ষে এই দু'টি জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে৷ অভিযুক্তকে এ ভাবে গুলি করে মারতে পারে না পুলিশ৷'
advertisement
মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে গ্রেফতারের পরে সড়কপথে বিকাশ দুবে’কে কানপুরে নিয়ে আসা হচ্ছিল৷ মাঝপথেই উল্টে যায় পুলিশের কনভয়ে থাকা একটি গাড়ি৷ পুলিশের দাবি, সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে৷ তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ৷ তা না করে বিকাশ পাল্টা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ৷ তখনই আত্মরক্ষার স্বার্থেই গুলি চালাতে বাধ্য হয় পুলিশ৷ গুলির লড়াইতে গুরুতর আহত হয় বিকাশ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিকাশ দুবের৷ যদিও এ ভাবে এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷
