কল্যাণ লিখেছেন, ‘‘আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত ২০১৪ সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ( অধিকাংশ প্রস্তাব আমার ছিল) বাবা খড়গ সিং মার্গে নব নির্বাচিত সাংসদদের জন্য ১৮৪টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাঁদের বসবাসের জন্য বাংলো সংখ্যায় অনেক কম ছিল। কাজটি খুব সহজ ছিল না,অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল ১০ টায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং ১০.৩০ টায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রীম কোর্টে যাই, যেখানে আমাদের দল SIR কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল সেটি OBC সংক্রান্ত। এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে SIR এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম।’’
advertisement
তিনি আরও লেখেন, ‘‘যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই,তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যাঁরা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাঁদের উদ্দ্যেশে বলি গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণ দেবতাদের এবং মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে আমি বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস,সততা এবং আন্তরিকতা বর্তমান। ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে।’’