বর্তমানে শাসক দলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা উৎসবে মানুষের পাশে থাকতে কোনও না কোনও পুজোর সঙ্গে যুক্ত থাকেন। শ্রীরামপুর ৫ ও ৬-এর পল্লিগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে হয় এই পুজো। অষ্টমীর সন্ধি পুজোতে কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও এখন ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
সন্ধি পুজোর সময় চণ্ডীপাঠ করতে করতেই অঝোরে কাঁদতে থাকেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, “মা সবাইকে ভালো রাখুন। শান্তিতে রাখুন। সব ধর্মের মানুষকে ভাল রাখুক। ভালো সংস্কৃতি যেন তৈরি হয়।” মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও দেবী দুর্গার কছে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। বলেন,”দিদিকে আশীর্বাদ করো মা। ২৬-এর নির্বাচনে যেন পশ্চিমবঙ্গের অসুরদের দিদি বধ করতে পারেন।”
আরও পড়ুনঃ Tilak Varma: এশিয়া কাপ জিতিয়েই বড় ঘোষণা করে দিলেন তিলক ভার্মা, কী জানালেন ভারতীয় তারকা?
প্রসঙ্গত, শ্রীরামপুর ৫ ও ৬-এর পল্লিগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর এবারের ভাবনা সূর্য মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল। যা দেখতে ভিড় জমাচ্ছেম জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। তবে প্রতি বছর এই দিনে সাংসাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্নাও আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।