তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ককে এই উত্তম বারিক৷ এবার তাঁকে আয়কর নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: সুগারের রোগীরা কি কমলালেবু খেতে পারেন? জানুন কাদের জন্য ‘বিষ’ এই ফল
জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে গরমিলের অভিযোগ তুলেছে আয়কর দফতর। আগামী ৮ জানুয়ারির মধ্যে তাঁকে আয়কর দফতরে সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েক কোটি টাকার গরমিল হয়েছে বলেই খবর। যদিও বিধায়ককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাদের সমস্তই (আয়কর) দেওয়া রয়েছে৷ তবুও যেহেতু আয়কর চিঠি পাঠিয়েছে, আমাদের যারা হিসেব দেখে, তারা নথিপত্র জমা দেবে৷ আয়কর দফতরের অভিযোগ, একটা ১ কোটি টাকার লেনদেন হয়েছিল, যার আয়কর জমা পড়েনি৷’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 31, 2023 10:15 AM IST