TRENDING:

Shashi Panja SIR Hearing: "২০০২-র লিস্টে নাম ছিল, তারপর ডাকার কোনও প্রশ্ন আসে না, এটা হেনস্থা", SIR শুনানিতে এসে বললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

Last Updated:

তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে সরব হতে দেখা গেছে বারবার। এবার কলকাতায় রাজ্যের মন্ত্রীকে ডাকা নিয়েও শুরু রাজনৈতিক চাপানউতোর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

SIR শুনানিতে ডাক পড়া নিয়ে তিনি বলেন, “২০০২-এর তালিকায় আমার নাম রয়েছে। কিন্তু নোটিসে আমায় বলা হয়েছে, আমি আমার ও আমার আত্মীয়ের সম্পর্কে কিছু তথ্য দিইনি। আমি ২০০২-এর কাগজ নিয়ে যাব। এই সমস্যাটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের। যদি অ্যাপ আপডেট করা থাকত, তাহলে তো অ্যাপের মধ্যেই সমস্ত তথ্য থাকার কথা। ২০০২ সালে যখন আমার নাম রয়েছে, সেখানে তো আমার আর নতুন করে কোনও তথ্য দেওয়ার প্রয়োজনই পড়ে না। এটা অসম্মানজনক আর অপমানজনক তো বটেই।”

advertisement

আরও পড়ুন Jhargram News: শ্বশুরবাড়িতে থাকতেন, করতেন প্রচুর মদ্যপান, রবিবার সকালে চাষের জমিতে উদ্ধার রবিন্দ্র দাসের দেহ

শশী পাঁজা আরও বলেন, “কিন্তু এটা শুধু ব্যক্তি আমার বলে নয়, এইভাবেই একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ভোটার হেনস্থার মুখোমুখি হচ্ছেন। আমার ঠিকানাও পরিবর্তন হয়নি। আমার ২ সন্তান। তাঁরা সম্পর্কের জায়গায় আমার স্বামীর কথাই লিখেছি। আমি বিয়ে করে এই বাড়িতে আসার পরে ভোটও দিয়েছি। সাধারণ মানুষ যেমন হিয়ারিং-এর লাইনে দাঁড়িয়ে কাগজ জমা দিচ্ছেন, আমি ও দেব।”

advertisement

মন্ত্রীর কথায় “আমার কোনও বিশেষ সুবিধার দরকার নেই। কিন্তু আমার জন্য হিয়ারিং সেন্টার বেশি দূরে নয়। আমি তো আমার এলাকাতেই থাকি। কিন্তু নির্বাচন কমিশনের এই গলদের জন্য, সাধারণ মানুষদের হেনস্থা হতে হচ্ছে। কারণ নির্বাচন কমিশনের অ্যাপটাই সঠিকভাবে কাজ করছে না। প্রচুর মানুষ, ২০-৩০ কিলোমিটার যাচ্ছেন এমন একটা কাজের জন্য, যার জায় নির্বাচন কমিশনের। সাধারণ মানুষের নয়।”

advertisement

আরও পড়ুনBangladesh Violence: বাংলাদেশে ফের সংখ্যালঘু যুবককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে খুন! পরিবারের দাবি, পরিকল্পনা করে মারা হয়েছে ছেলেকে

প্রসঙ্গত এর আগে সাংসদ দেব, সাংসদ সামিরুল ইসলাম, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সহ অনেককেই ডাকা হয়েছে শুনানিতে। এমনকি অর্মত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামির মতো বিশিষ্টদেরকেও ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে সরব হতে দেখা গেছে বারবার। এবার কলকাতায় রাজ্যের মন্ত্রীকে ডাকা নিয়েও শুরু রাজনৈতিক চাপানউতোর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়-জঙ্গলে সব পশুকে এক ডাকে ফেরাত এই বাঁশি, আদিম বাদ্যযন্ত্র রাই জনজাতির আত্মা
আরও দেখুন

 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shashi Panja SIR Hearing: "২০০২-র লিস্টে নাম ছিল, তারপর ডাকার কোনও প্রশ্ন আসে না, এটা হেনস্থা", SIR শুনানিতে এসে বললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল