তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা রয়েছে যে সমস্ত লোকসভা আসনে সেখানকার জন্যই এই কমিটি তৈরি করা হয়েছে৷ এই কমিটিতে গড়ে ১৫ জন করে আছেন৷ কমিটিতে একজন করে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন৷ এ ছাড়া বিধায়ক, সাংগঠনিক পদাধিকারী আছেন, তাঁদেরও রাখা হয়েছে এই কমিটিতে৷
advertisement
এ রাজ্যের বেশ কয়েকটি আসনে মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ উত্তরে আসনগুলিতে যথেষ্ট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি, পশ্চিমের জেলাগুলির আসনেও লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ সব মিলিয়ে বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শাসকদলেরও মাথায় আছে৷ সেই দিক থেকেই আগে থেকেই লড়াইয়ের ছক করছে তৃণমূল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 10:26 AM IST