TRENDING:

দিনভর ব্যস্ত রইলেন ভোগ আয়োজন-আলপনায়, কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মমতার ছায়া...

Last Updated:

কোভিড আবহে পুজো এবার নিউ নর্মাল। ব্যাতিক্রম নয় লক্ষ্মীর আরাধনাও। তাই সাধ থাকলেও এবার বাড়িতে অতিথি অভ্যাগতদের ভিড় নেই। পরিবার-পরিজনদের নিয়েই শুক্রবার সন্ধ্যায় কোজাগরী মায়ের আরাধনায় মেতে ছিলেন সোনালী গুহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বছর ভর রাজনীতির চরকি পাক। কিন্তু এই একটা দিন পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে সকাল থেকেই বাড়িতে ব্যস্ত থাকা। আলপনা দেওয়া থেকে পুজোর জোগাড় করা। সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ক সোনালী এই একটা দিন পুরো  দস্তুর বাঙালি গৃহিণী। কোজাগরী লক্ষ্মী পুজোর সন্ধেতে কলেজ স্ট্রিটের শ্বশুর বাড়িতে বিধায়কের ব্যস্ততা তখন চরমে।
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী একার হাতেই সামলাচ্ছিলেন আলপনা দেওয়া থেকে ঠাকুরের ভোগ আয়োজন। সব কিছুতেই বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের কড়া নজরদারি। তারই মাঝে সোনালী বলছিলেন, "বরিশালে থাকাকালীন বাড়িতে লক্ষ্মী পুজোর চল। স্বপ্নাদেশে পুজো শুরু। তারপর এতগুলো বছরে কখনও ছেদ পড়েনি লক্ষ্মীর আরাধনায়।"

মেয়ে দিয়াকে পাশে নিয়ে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিলেন বিধায়ক। কোভিড আবহে পুজো এবার নিউ নর্মাল। ব্যাতিক্রম নয় লক্ষ্মীর আরাধনাও। তাই সাধ থাকলেও এবার বাড়িতে অতিথি অভ্যাগতদের ভিড় নেই। পরিবার-পরিজনদের নিয়েই শুক্রবার সন্ধ্যায় কোজাগরী মায়ের আরাধনায় মেতে ছিলেন সোনালী।

advertisement

মায়ের কাছে কী প্রার্থনা করলেন? সোনালীর মুখে রাজনৈতিক কথার হালকা রেশ। বলছিলেন, "সামনেই বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও সরকার গঠন হোক রাজ‍্যে। আর কুচক্রীদের নজর থেকে রক্ষা পাক আমাদের বাংলা।" অবশ্যই বিধায়ক হিসেবে সাতগাছিয়া থেকে নিজের পুনঃনির্বাচনের প্রার্থনা যে থাকবে, সেটা তো ধরেই নেওয়া যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

PARADIP GHOSH 

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
দিনভর ব্যস্ত রইলেন ভোগ আয়োজন-আলপনায়, কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মমতার ছায়া...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল