মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী একার হাতেই সামলাচ্ছিলেন আলপনা দেওয়া থেকে ঠাকুরের ভোগ আয়োজন। সব কিছুতেই বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের কড়া নজরদারি। তারই মাঝে সোনালী বলছিলেন, "বরিশালে থাকাকালীন বাড়িতে লক্ষ্মী পুজোর চল। স্বপ্নাদেশে পুজো শুরু। তারপর এতগুলো বছরে কখনও ছেদ পড়েনি লক্ষ্মীর আরাধনায়।"
মেয়ে দিয়াকে পাশে নিয়ে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি সারছিলেন বিধায়ক। কোভিড আবহে পুজো এবার নিউ নর্মাল। ব্যাতিক্রম নয় লক্ষ্মীর আরাধনাও। তাই সাধ থাকলেও এবার বাড়িতে অতিথি অভ্যাগতদের ভিড় নেই। পরিবার-পরিজনদের নিয়েই শুক্রবার সন্ধ্যায় কোজাগরী মায়ের আরাধনায় মেতে ছিলেন সোনালী।
advertisement
মায়ের কাছে কী প্রার্থনা করলেন? সোনালীর মুখে রাজনৈতিক কথার হালকা রেশ। বলছিলেন, "সামনেই বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও সরকার গঠন হোক রাজ্যে। আর কুচক্রীদের নজর থেকে রক্ষা পাক আমাদের বাংলা।" অবশ্যই বিধায়ক হিসেবে সাতগাছিয়া থেকে নিজের পুনঃনির্বাচনের প্রার্থনা যে থাকবে, সেটা তো ধরেই নেওয়া যায়।
PARADIP GHOSH