আরও পড়ুন– ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, ভিজবে উত্তরও, জেনে নিন আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বিজেপি অনেকগুলি আসন পেয়েছিল। গত লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে ধাক্কা খেলেও বিজেপি উত্তরে একাধিক আসন ধরে রাখতে সমর্থ হয়। যদিও উত্তরে রাজ্যের শাসক দল তৃণমূলও ভোটব্যাঙ্ক বাড়িয়েছে বলে খবর। কোচবিহার লোকসভা কেন্দ্রেও বিজেপিকে হারিয়ে তৃণমূল জয়ী হয়েছিল। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটি উপনির্বাচনে বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ফলে সংগঠনকে আরও মজবুত করতে তৃণমূল একেবারে তৃণমূল স্তরেই এই রদবদল শুরু করে দিল।
advertisement
আরও পড়ুন– ছাদের উপর তৈরি করলেন ‘হেলিকপ্টার’ ! পুরুলিয়ার শিক্ষক দম্পতির চমকে দেওয়া কাণ্ড
আলিপুরদুয়ারের কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা-সহ ৮টি জায়গায় ব্লক ও টাউন প্রেসিডেন্ট বদল হয়েছে। জলপাইগুড়ির ১৬টি ব্লক ও টাউনে বদল করা হল নেতৃত্ব। কোচবিহারের ২২টি ব্লকে সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল।
ধূপগুড়ি টাউনে কনভেনর করা হয়েছে মহুয়া গোপকে। যিনি আবার জলপাইগুড়ি জেলার সাংগঠনিক দায়িত্বে রয়েছে। তৃণমূল নেতৃত্বের বার্তা, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে ৷ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে শুরু করে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর মতো সরকারি প্রকল্পগুলিকে জনে-জনে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে তৃণমূলের বিভিন্ন সংগঠনের নবনির্বাচিত নেতাদের ৷ সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর ‘অত্যাচার’-এর কথাও প্রচার করতে বলা হয়েছে উত্তরবঙ্গে তৃণমূল নেতৃত্বকে ৷ জনসংযোগ বাড়ানো এবং সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতেই এই রদবদল করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর ৷ সেই ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন মুখ আনা হয়েছে ব্লক সংগঠনে।